Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Whatsapp

বন্ধ হতে পারে আপনার অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপে এল এই নতুন ফিচার

নতুন ব্যবহারকারীরা এনক্রিপশন পলিসি অ্যাকসেপ্ট না করলে হোয়াটসঅ্যাপ ব্যবহারই করতে পারবেন না।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

গ্রাফিক: শৌভিক দেবনাথ

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২১ ১৬:১০
Share: Save:

হোয়াটসঅ্যাপের নিরাপত্তায় যোগ হল নতুন নিয়ম। এ বার থেকে প্রাইভেসি পলিসি অ্যাকসেপ্ট না করলে বাতিল হতে পারে হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্ট। সম্প্রতি একটি রিপোর্টে এই তথ্য জানিয়েছে হোয়াটসঅ্যাপের মূল সংস্থা ফেসবুক। সেই সঙ্গে যোগ হয়েছে নতুন কিছু ফিচারও।

হোয়াটসঅ্যাপে বিনিময় হওয়া মেসেজ, টেক্সট, ছবি, ভিডিয়ো সব কিছুই এন্ড টু এন্ড এনক্রিপটেড। অর্থাৎ বিনিময়রত দু’জন ছাড়া অন্য কেউ কোনও কিছুই দেখতে পারে না। এমনকি, হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষেরও ধরা-ছোঁয়ার বাইরে থাকে তা। নতুন পলিসি অনুযায়ী বলা হয়েছে, এই এনক্রিপশন অ্যাকসেপ্ট না করলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টই বাতিল হয়ে যেতে পারে। আগে থেকে যাঁদের অ্যাকাউন্ট আছে, কিন্তু এনক্রিপশন অ্যাকসেপ্ট করেননি, তাঁদের এখন করে নিতে হবে। নতুন ব্যবহারকারীরা অ্যাকসেপ্ট না করলে হোয়াটসঅ্যাপ ব্যবহারই করতে পারবেন না।

এ ছাড়া হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েছে নতুন একটি ফিচারও। এখন থেকে কোনও নির্দিষ্ট বিষয়ের উপর বা নির্দিষ্ট দিনে ব্যবহারকারীদের তথ্য জানাবে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। তবে কোনও বিজ্ঞাপন সেখানে দেওয়া হবে না। অ্যাপে নীতিগত কোনও পরিবর্তন হলে বা নতুন কোনও ফিচার এলে, পরিবর্তন ঘটলে খবর বা তথ্য জানানো হবে ব্যবহারকারীদের। তবে চ্যাটবক্সে সেই মেসেজ পাঠানো হবে না। অ্যাপের মধ্যেই একটি ব্যানার হিসেবে পাঠানো হবে।

আরও পড়ুন: নওয়াজ শরিফের বাড়িতে যাওয়ার প্রয়োজন ছিল না, মোদীকে নিয়ে শেষ বইয়ে প্রণব

আরও পড়ুন: কৃষক আন্দোলন না মেটায় উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট, শুনবে সব মামলা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Whatsapp Encription
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE