Advertisement
০৪ জুন ২০২৪
Divorce

সময় দিচ্ছেন না ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত স্বামী, ডিভোর্স চাইল স্ত্রী!

এই কারণে বিরক্ত হয়ে বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করলেন ওই মহিলা।

পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত থাকায় স্বামীর কাছে ডিভোর্স চাইলেন স্ত্রী। অলঙ্করণে তিয়াসা দাস।

পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত থাকায় স্বামীর কাছে ডিভোর্স চাইলেন স্ত্রী। অলঙ্করণে তিয়াসা দাস।

সংবাদ সংস্থা
ভোপাল শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০১৯ ১২:৩৭
Share: Save:

স্ত্রী চায় স্বামীর সঙ্গে ঘুরতে যেতে। এক সঙ্গে বসে সিনেমা দেখতে, শপিং করতে। কিন্তু স্বামীর ছোট থেকেই স্বপ্ন ইউপিএসসি পরীক্ষা পাশ করার। বিয়ের পরও সেই স্বপ্নে ভাটা পড়েনি। বরং আরও মনযোগী হয়ে তিনি সেই পরীক্ষার প্রস্তুতির জন্য সারা দিন পড়াশোনাতেই ব্যস্ত। তাই সিনেমা দেখা ও শপিং করার মতো স্ত্রীর আবদার মেটাতে সে ভাবে সময় দিতে পারছেন না। এই কারণে বিরক্ত হয়ে বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করলেন ওই মহিলা।

সম্প্রতি এই ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের ভোপালে। জানা গিয়েছে, ওই দম্পতি ভোপালের কাতারা হিলস এলাকায় থাকেন। ঘটনার কথা সামনে আসে যখন ফ্যামিলি কোর্টে ওই দম্পতিকে কাউন্সেলিংয়ের জন্য ডাকা হয়।

দুই পক্ষের বক্তব্য শোনার পর, কাউন্সিলর তাঁদের আরও সময় নিতে বলেন ও তাঁদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানান। দাম্পত্য জীবনে একে অপরকে বোঝার জন্য আরও বেশি সময় নিজেদের মধ্যে কাটানোর নির্দেশ দেওয়া হয়েছে দম্পতিকে।

আরও পড়ুন: বিজ্ঞান কংগ্রেসে নেই তৃতীয় লিঙ্গ! বিপাকে শিক্ষক

আরও পড়ুন: এনআরসি তালিকাছুট ১৯ লক্ষকে নিয়ে বাড়ছে জলঘোলা

লোকসভা নির্বাচন ২০২৪ সরাসরি: ‘মাছ ধরতে শেখানো উচিত’, আক্রমণ দেবজিতের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Madhya Pradesh Bizarre Viral Divorce
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE