Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Dalit Girl

Dalit Minor Rape Murder: দলিত মেয়ে ধর্ষণ ও খুন: ‘পাশে আছি’, নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করলেন রাহুল

গত বছর উত্তরপ্রদেশে ঘটে যাওয়া হাথরস-কাণ্ডের স্মৃতি উস্কে পরিবারকে না জানিয়ে নির্যাতিতার দেহ দাহ করা হয় বলেও অভিযোগ উঠেছে।

—ছবি সংগৃহীত।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২১ ১১:৪৯
Share: Save:

ন’বছরের দলিত নাবালিকাকে ধর্ষণ, খুন এবং পরিবারের অনুপস্থিতিতে জ্বালিয়ে দেওয়ার ঘটনায় উত্তাল দিল্লি। বুধবার নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করলেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী। মৃতার পরিবারের উদ্দেশে বার্তা দিয়ে কংগ্রেস সাংসদ বলেন, ‘‘যত ক্ষণ না তাঁরা বিচার পাচ্ছেন, আমি তাঁদের পাশে থাকব।’’
গত রবিবার দিল্লির ক্যান্টনমেন্ট এলাকায় ওই দলিত নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয় বলে অভিযোগ করে তার পরিবার। অভিযোগের আঙুল ওঠে শ্মশানের প্রধান পুরোহিত রাধেশ্যাম ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে। শুধু তাই নয়, গত বছর উত্তরপ্রদেশে ঘটে যাওয়া হাথরস-কাণ্ডের স্মৃতি উস্কে পরিবারকে না জানিয়ে নির্যাতিতার দেহ দাহ করা হয় বলেও অভিযোগ উঠেছে। ওই ঘটনার তীব্র নিন্দা করে মঙ্গলবার টুইটারে রাহুল লিখেছিলেন, ‘দলিত কি বেটি ভি দেশ কি বেটি হ্যায়।’

বুধবার মৃতার পরিবারের সঙ্গে দেখা করে রাহুল বলেন, ‘‘পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলেছি। তাঁরা বিচার পাচ্ছেন না বলে জানিয়েছেন আমায়। আমি তাঁদের পাশে দাঁড়াব। যত ক্ষণ না তাঁরা বিচার পাচ্ছেন, রাহুল গাঁধী তাঁদের পাশেই থাকবে।’’

রাজধানীর আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে তোপ দেগে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল বলেছিলেন, ‘‘এ দেশে তফসিলি জাতির মহিলাদের প্রতিদিনের যন্ত্রণাদায়ক অভিজ্ঞতাই বুঝিয়ে দিচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী কতটা অনুভূতিহীন।’’

দলিত নেতা তথা ভীম আর্মির প্রধান চন্দ্রশেখর আজাদ নির্যাতিতার পরিবারের সঙ্গে আগেই দেখা করেছিলেন। তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী, সবাই দিল্লিতেই থাকেন। অথচ, এখানেই মহিলাদের সুরক্ষা নেই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rahul Gandhi Amit Shah Dalit Girl Delhi Rape
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE