থানায় বসে হিন্দি গানের সঙ্গে ভিডিয়ো রিল বানিয়ে শাস্তির মুখে মধ্যপ্রদেশের রীবা জেলার এক মহিলা পুলিশ আধিকারিক। তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছেন খোদ রাজ্যের ইনস্পেক্টর জেনারেল (আইজি)।
স্থানীয় সূত্রে খবর, অক্ষয় কুমার এবং মাধুরী দীক্ষিতের ছবি ‘আরজু’-র একটি গানের সঙ্গে ভিডিয়ো রিল বানান থানার ভারপ্রাপ্ত আধিকারিক অঙ্কিতা মিশ্র। সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই পুলিশের ভূমিকা নিয়ে নানা রকম আলোচনা, সামলোচনা শুরু হয়। ভিডিয়োটি পুলিশের শীর্ষ মহলেও পৌঁছোয়। আর তার পরই ওই মহিলা পুলিশ আধিকারিককে সতর্ক করে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেন আইজি।
আরও পড়ুন:
আইজি সতর্ক করেছেন পুলিশকর্মীদের। শুধু তা-ই নয়, পুলিশকর্মী এবং আধিকারিকদের ভিডিয়ো রিল বানানোর উপরেও নিষেধাজ্ঞা জারি করেছেন তিনি। একইসঙ্গে তিনি জানিয়েছেন, যাঁরা নিষেধাজ্ঞা লঙ্ঘন করবেন, তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। আইজি তাঁর নির্দেশপত্রে জানিয়েছেন, প্রায়শই দেখা যাচ্ছে অনেক পুলিশকর্মী উর্দি পরে অথবা সাধারণ পোশাকে ভিডিয়ো রিল বানাচ্ছেন। তার পর সমাজমাধ্যমে ছাড়ছেন। পুলিশের মতো শৃঙ্খলাপরায়ণ বিভাগে কাজ করে এই ধরনের ভিডিয়ো রিল বানানো শৃঙ্খলাভঙ্গের শামিল। যা আমজনতার মধ্যে পুলিশ সম্পর্কে একটা ভ্রান্ত ধারণার জন্ম দেবে। তাই পুলিশকর্মী বা আধিকারিকদের এই ধরনের কাজ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হচ্ছে।