পিঁপড়ের ভয়ে আত্মহত্যা করলেন ২৫ বছরের তরুণী। সে কথা লিখে গেলেন সুইসাইড নোটে। তরুণীর বাড়ি থেকে পুলিশ উদ্ধার করেছে সেই সুইসাইড নোট। সেখানে তিনি লিখেছেন, ওই পিঁপড়ের সঙ্গে আর থাকতে পারছি না। তেলঙ্গানার সাঙ্গারেড্ডি জেলার ঘটনা।
পুলিশ জানিয়েছে, ছোট থেকেই ওই তরুণী পিঁপড়েকে ভয় পেতেন। এই রোগকে বলা হয় মারমেকোফোবিয়া। এ জন্য তরুণী চিকিৎসকের পরামর্শও নিয়েছিলেন। স্থানীয় একটি হাসপাতালে কাউন্সেলিং চলেছিল তাঁর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২২ সালে তরুণীর বিয়ে হয়। তিন বছরের একটি কন্যাসন্তানও রয়েছে তাঁর। গত মঙ্গলবার নিজের বাড়ি পরিষ্কার করবেন বলে কন্যাকে এক আত্মীয়ের বাড়িতে রেখে এসেছিলেন তরুণী। জানিয়েছিলেন, ঘর সাফ করার পরে তাকে সেখান থেকে নিয়ে আসবেন। সে সময়ে তাঁর স্বামী অফিসে গিয়েছিলেন। মঙ্গলবার বিকেলে স্বামী অফিস দেখে ফিরে দেখেন, ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। প্রতিবেশীদের ডেকে এনে ঘরের দরজা ভাঙেন তিনি। ভিতরে ঢুকে দেখেন, গলায় দড়ি দিয়ে ঝুলছেন তরুণী। একটি সুইসাইড নোটও দেখতে পান তরুণ। সেখানে লেখা, ‘‘ক্ষমা করো। এই পিঁপড়ের সঙ্গে আর থাকতে পারছি না। অন্বীকে (কন্যা) দেখো।’’
আরও পড়ুন:
পুলিশ জানিয়েছে, ঘর পরিষ্কারের সময়ে সম্ভবত তরুণী আবার পিঁপড়ে দেখতে পেয়েছিলেন। আর তাতেই এই চরম পদক্ষেপ করেছেন। পুলিশ মামলা রুজু করে তদন্ত করছে।