দু’দিন শান্তি বজায় থাকার পর ফের অশান্তির ছায়া উপত্যকা জুড়ে। বুধবার পুলিশের সঙ্গে সংঘর্ষে আঠারো বছরের এক যুবকের মৃত্যু হয়েছে। কাশ্মীরের বারামুলা জেলায় বিক্ষোভ দেখাচ্ছিলেন বেশ কয়েক জন যুবক। সে সময় সেনা ও পুলিশের গুলিতে দানিশ আহমেদ নামে ওই যুবকের মৃত্যু হয়। পুলিশ জানায়, আচমকা তাদের লক্ষ করে পাথর ছোড়া শুরু করে বিক্ষোভকারীরা। কাঁদানে গ্যাস ও ছররা বন্দুক ছোড়ার পরও কাজ না হলে পুলিশ গুলি চালাতে শুরু করে। তাতেই দানিশ-সহ আরও ৫ বিক্ষোভকারী গুরুতর আহত হন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে দানিশকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এ নিয়ে সাম্প্রতিক হিংসায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭১।