Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Coronavirus

মৃতের সংখ্যায় ইটালিকেও ছাপিয়ে গেল আমেরিকা, মৃত্যু ছাড়াল ২০ হাজার

জন হপকিন্সের পরিসংখ্যান অনুয়ায়ী বিশ্বে মৃতের সংখ্যা ১ লক্ষ ৬ হাজার ৬৯।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২০ ১২:৪৭
Share: Save:

নোভেল করোনার জেরে মৃত্যুমিছিল অব্যাহত মার্কিন যুক্তরাষ্ট্রে। এ বার মৃতের সংখ্যায় ছাপিয়ে গেল ইটালিকেও। সেই সঙ্গে মৃতের সংখ্যা পেরিয়ে গেল ২০ হাজার। জন হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যান অনুযায়ী শনিবার রাত ১১টা পর্যন্ত মৃত্যু হয়েছে ২০ হাজার ১২৬ জনের। অন্য দিকে ইটালিতে মৃতের সংখ্যা ১৯ হাজার ৪৬৮। শনিবার সন্ধে পর্যন্তও সবচেয়ে বেশি মৃতের সংখ্যা ছিল ইটালিতে। কিন্তু রাতের দিকে পরিসংখ্যান আসতেই দেখা গেল, ইটালিকেও ছাপিয়ে গিয়েছে আমেরিকা।

সারা বিশ্বে মৃতের সংখ্যাও অনেকটাই বেড়ে গিয়েছে। জন হপকিন্সের পরিসংখ্যান অনুয়ায়ী বিশ্বে মৃতের সংখ্যা ১ লক্ষ ৬ হাজার ৬৯। সারা বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৭ লক্ষ ৩৩ হাজার ৭৯২।

আমেরিকায় আক্রান্ত হয়েছেন ৫ লক্ষ ৬ হাজার ১৮৮ জন। এর মধ্যে নিউইয়র্কের পরিস্থিতিই সবচেয়ে সঙ্কটজনক। তার পরেই রয়েছে নিউ জার্সি। তবে আগামী দিনে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে দাঁড়াতে পারে বলে ইঙ্গিত মিলেছে হোয়াইট হাউস টাস্ক ফোর্সের তরফে। আশঙ্কা করা হচ্ছে, করোনার প্রকোপে সে দেশে ১-২ লক্ষ প্রাণহানি হতে পারে।

আরও পড়ুন: দেশ: ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা এই প্রথম হাজার ছাড়াল, মৃত বেড়ে ২৩৯​

তবে পরিস্থিতি খানিকটা হলেও নিয়ন্ত্রণে এসেছে ইটালিতে। শুক্রবার পর্যন্ত সেখানে মৃত্যুসংখ্যা ছিল ১৮ হাজার ৩২১। গত ২৪ ঘণ্টায় আরও ৫২৮ জন প্রাণ হারিয়েছেন সেখানে। এ দিন সকাল পর্যন্ত স্পেনে ১৬ হাজার ৮১ জন প্রাণ হারিয়েছেন। আক্রান্তের সংখ্যা গিয়ে ঠেকেছে ১ লক্ষ ৫৮ হাজার ২৭৩-এ।

আরও পড়ুন: করোনার ভয়ে হাওড়ায় সিল চারটি এলাকা​

জার্মানিতে এখনও পর্যন্ত ২ হাজার ৭৩৬ জন প্রাণ হারিয়েছেন। নোভেল করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ২২ হাজার ১৭২ জন। তবে করোনার প্রকোপ কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরছে চিন। শুক্রবার নতুন করে ৪৬ করোনায় আক্রান্ত হয়েছেন সেখানে। গত ২৪ ঘণ্টায় ৪ জন প্রাণ হারিয়েছেন সে দেশে। এখনও পর্যন্ত সে দেশে ৩ হাজার ৩৪৩ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা গিয়ে ঠেকেছে ৮৩ হাজার ৩ জন।

সবমিলিয়ে গোটা বিশ্বে এখনও পর্যন্ত ১ লক্ষ ২ হাজার ৮২ জন প্রাণ হারিয়েছেন। নোভেল করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ লক্ষ ৯৮ হাজার ৬২৬ জন।

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coronavirus US COVID-19 China Italy Spain
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE