Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Asteroid

ছাদ ফুঁড়ে ঘরে পড়ল গ্রহাণুর অংশ, রাতারাতি কোটিপতি ইন্দোনেশিয়ার বাসিন্দা

এমন কিছু পদার্থ এই গ্রহাণুর অংশে রয়েছে যার বয়স ৪৫০ কোটি বছর। গ্রাম পিছু সেই ধাতব বস্তুর দাম প্রায় ৬৩ হাজার টাকা।

এই গ্রহাণুটিই এসে পড়েছিল ঘরে। ছবি: ফেসবুক থেকে প্রাপ্ত

এই গ্রহাণুটিই এসে পড়েছিল ঘরে। ছবি: ফেসবুক থেকে প্রাপ্ত

সংবাদ সংস্থা
সুমাত্রা শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২০ ১৯:৫৯
Share: Save:

ভাগ্য একেই বলে! কে জানত এক রাতের মধ্যে কোটিপতি হয়ে যাবেন জসুয়া হুটাগালুং। মাত্র ৩৩ বছর বয়সে তাঁর জীবনে এমন কাণ্ড ঘটল, যা শুনলে তাজ্জব হয়ে যাবেন সকলেই। অগস্ট মাসে একদিন বাড়ির বাইরে কাজ করছিলেন তিনি। এমন সময় বাড়ির ছাদ ফুঁড়ে একটি গ্রহাণুর ২.১ কেজি ওজনের একটি অংশ এসে পড়ে বাড়ির মধ্যে।

বাড়ির ছাদ ভেঙে যাওয়ায় তো হা হুতাশ করার কথা তাঁর, কিন্তু বাস্তবে ছবিটা একেবারেই উল্টো। তিনি এই ঘটনার পর থেকে মহানন্দে রয়েছেন। কারণ, এই গ্রহাণুর অংশটির দাম উঠেছে প্রায় ১০ লক্ষ পাউন্ড (৯.৮ কোটি টাকা)।

তিনি বলেন, ‘‘যখন এই ঘটনা ঘটে, তখন তীব্র একটা শব্দ হয়। ছাদ-সহ বাড়ির কিছু অংশ যেমন ভেঙে গিয়েছে, তেমনই শব্দে কেঁপে উঠেছে গোটা এলাকা।’’ তারপরেই ঘটনার ছবি তিনি ফেসবুকে শেয়ার করেন। মুহূর্তে ভাইরাল হয় ছবি। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুসারে, এমন কিছু পদার্থ এই গ্রহাণুর অংশে রয়েছে যার বয়স ৪৫০ কোটি বছর। গ্রাম পিছু সেই ধাতব বস্তুর দাম প্রায় ৬৩ হাজার টাকা।

আরও পড়ুন: ডার্বি পরে, মাথায় এখন শুধুই কিবুর কেরল, আইএসএল-এ অভিযান শুরুর আগে বললেন হাবাস

এই গ্রহাণুটি পাওয়ার পর একজন পাথর সংগ্রাহকের কাছে তিনি এটি বিক্রি করে দিয়েছেন। তারপর সেটি আরও আরেকজনের হাতে গিয়েছে। আপাতত তরল নাইট্রোজেনে এটি সঞ্চয় করে রাখা আছে অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটিতে।

আরও পড়ুন: শপথের ৩ দিন পরেই ইস্তফা দুর্নীতি মামলায় অভিযুক্ত বিহারের শিক্ষামন্ত্রীর

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Asteroid Viral News Indonesia
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE