উৎসবের শেষ নেই বাঙালির জীবনে। সেই উৎসবের সঙ্গে পাল্লা দিয়ে চলে সাজগোজও। সামনে ইদ। তার পরেই আসছে পয়লা বৈশাখ। বাংলা নববর্ষের প্রথম দিন। দুই উৎসবেই নতুন পোশাকে সাজবেন অনেকে। কেউ পরবেন শাড়ি, কেউ সালোয়ার কামিজ়, কেউবা জিন্স অথবা ট্রাউজ়ারের সঙ্গে টি-শার্ট, কুর্তা, সুতির শার্ট বা টপ। ভাল পোশাক পরলে তার সঙ্গে মাননসই সাজগোজ করাও দস্তুর। কিন্তু অনেকেই পোশাকে মন দিলেও মেকআপে তত গুরুত্ব দেন না। সেই একই ভাবে লাইনার, কাজল, লিপস্টিক, ব্লাশ লাগিয়ে নিলেই হল। কিন্তু তাতে সাজে বদল আসবে কী করে? মেক আপে অন্যরকম সাজ শিখতে হলে বলিউডের নায়িকাদের থেকে শেখাই ভাল। কারণ, তাঁরা সাজ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন বেশি। বলিউড অভিনেত্রীদের সাজ থেকে শিখে নিন তিন ধরনের মেকআপ করার পদ্ধতি।
১। রিভার্স ক্যাট আই

দীপিকা পাড়ুুকোনের রিভার্স ক্যাট আই মেকআপ। ছবি : সংগৃহীত।
ক্যাট আই অর্থাৎ বিড়ালাক্ষী। মেকআপের দুনিয়ায় এই ‘লুক’ জনপ্রিয়। ধ্রুপদীও। সিনেমাজগতে হলিউডের অড্রে হেপবার্ন থেকে শুরু করে বলিউডের সায়রা বানো, শর্মিলা ঠাকুর প্রত্যেকেরই চোখের মেকআপ হতো ওই ঢঙে। চোখের উপরের পাতায় লাইনার মোটা করে এঁকে খানিকটা বাইরের দিকে উুঁচু করে টেনে দেওয়া হত। তাতেই খুলত রূপ। সেই মেকআপের চল এখনও আছে। তবে তার সঙ্গে জনপ্রিয় হয়েছে রিভার্স ক্যাট আই। রিভার্স মানে উল্টো। এই সাজের বিশেষত্ব হল চোখের উপরের পাতার বদলে ঠিক একই ভাবে লাইনার টানা হবে নীচের পাতায় বাকি-সব এক রকম। সঙ্গে গালে উষ্ণ গোলাপি রং, ঠোঁটে ন্যুড লিপস্টিক।
২। ঝিলিক দেওয়া বাদামি চোখ

অনন্যা পান্ড্যর শিমারি ব্রাউন আইশ্যাডো। ছবি : সংগৃহীত।
একটা সময়ে স্মোকি আইশ্যাডো জনপ্রিয়তা ছিল তুঙ্গে। ধূসর আর গাঢ় কালো রঙের আইশ্যাডো মিলিয়ে তৈরি করা হতো সেই সাজ। মেকআপের দুনিয়ায় এখন বাদামিই নতুন ‘ধূসর বর্ণ’। স্মোকি আইজ়-এর জায়গা নিয়েছে বাদামি রঙের আইশ্যাডোর উপরে হালকা ঝিলিক দেওয়া শিমার। এই সাজের সঙ্গে ঠোঁটে থাকবে গোলাপি গ্লসি লিপস্টিক, ঘন মাসকারা। হাইলাইটার এবং ব্লাশ ইচ্ছেমতো। চাইলে একটু বাড়তি হলেও অসুবিধা নেই।
৩। ভিজে ভিজে ভাব

কৃতি শ্যাননের ডিউয়ে মেকআপ লুক। ছবি : সংগৃহীত।
ইদানিং ডিউয়ি মেকআপ লুকের কদর বে়ড়েছে। ডিউয়ি অর্থাৎ আর্দ্র। জয়পুরে বলিউডের এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কৃতি শ্যানন অমন ডিউয়ি মেক আপ করেছিলেন। সম্প্রতি টলিউডের একটি অনুষ্ঠানে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও ভিজে চুল আর হালকা মেকআপে হাজির হয়েছিলেন। চাইলে আপনিও সাদা শাড়ির সঙ্গে এমন মেকআপ করতে পারেন। তার জন্য চুলে ভিজে ভাব আনতে লাগাতে হবে জেল বা সিরাম। তার সঙ্গে মুখের মেক আপে থাকবে ঘন মশকারা, গাঢ় কাজল। হালকা গোলাপি ঠোঁট, নিখুঁত বেস মেকআপের উপরে হালকা ব্লাশ। ব্যাস। আপনার দিক থেকে চোখ ফেরানো যাবে না।