Advertisement
E-Paper

বিছানার চাদর, থালাবাটির যুগ গত হয়েছে, বিয়েতে উপহার হিসেবে ৯ রকমের জিনিস দিন নবদম্পতিকে

বিয়ের মরসুম শুরু হয়েছে। একাধিক অনুষ্ঠানে নিমন্ত্রণ পেয়েছেন। কিন্তু কী উপহার দেবেন, ভেবে পাচ্ছেন না। নবদম্পতিকে দেওয়ার মতো ৯ রকমের উপহারের উদাহরণ দেওয়া হল, আপনারও কাজে আসতে পারে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৫ ২০:৪১
বিয়ের উপহারে কী কী দিতে পারেন নবদম্পতিকে?

বিয়ের উপহারে কী কী দিতে পারেন নবদম্পতিকে? ছবি: সংগৃহীত।

এক সময়ে বিয়েবাড়ির উপহারে বিছানার চাদর, বই, ঘড়ি, কাপ-প্লেট-চামচেরই দাপট ছিল। নতুন আলমারি কিনেও আঁটানো যেত না অত চাদর বা কাপ-প্লেটের সেট। কত বিছানার চাদর যে উপহার হিসেবে এ দম্পতি থেকে ও দম্পতির কাছে গিয়েছে, তার হিসেব নেই। একই বই যে তাকে কতগুলি জমে গিয়েছে, তারও ইয়ত্তা নেই। কিন্তু সময় পাল্টাচ্ছে, প্রয়োজনের ধরনও বদলাচ্ছে। অনেক দম্পতি আবার আজকাল নগদ নেওয়ার পক্ষপাতী, যাতে নিজেদের পছন্দ মতো কিছু কিনতে পারেন। কিন্তু আজও বেশ ভাবনাচিন্তা করে নবদম্পতিকে উপহার দিতে পছন্দ করেন অনেকেই।

বিয়ের মরসুমে একাধিক অনুষ্ঠানে নিমন্ত্রণ পেয়েছেন। উপহার দিতে চাাইছেন ভাবনাচিন্তা করে। এখানে নবদম্পতিকে দেওয়ার মতো ৯ রকমের উপহারের উদাহরণ দেওয়া হল, আপনার কাজে আসতেই পারে।

১. জায়গার অভাবে অনেকেই ঘরের ভিতর, বারান্দায় বা ছাদে বাগান করেন। সেই বাগান সাজানোর জন্য কয়েকটি ছোট ছোট গাছ এবং তার সঙ্গে ছোট একটি গার্ডেন-কিট দিতে পারেন। নতুন সংসারে থাকুক সবুজের ছোঁয়া।

২. নতুন সংসার পাতবেন দম্পতি? দরজায় আটকানোর জন্য মাটির বা কাঠের নামফলক দিতে পারেন। দু’জনের নাম খোদাই করিয়েও উপহার দিতে পারেন।

৩. একসঙ্গে সময় কাটানোর জন্য কোনও বোর্ড-গেম দিতে পারেন। ব্যস্ত জীবনে ছোটখাটো বিরতি পেলে ঘরে বসেই খেলাধুলো করা যায়। বুদ্ধিতে শান দেওয়ার জন্য এ ধরনের খেলা অনেকেরই পছন্দ।

৪. ওয়েব সিরিজ়, ছবি, ধারাবাহিকের জন্য সকলেরই ভরসা এখন ওটিটি প্ল্যাটফর্ম। ৪-৫টি ওটিটি মঞ্চের বার্ষিক সাবস্ক্রিপশন উপহার দিতে পারেন নবদম্পতিকে।

ওটিটির সাবস্ক্রিপশন দিতে পারেন উপহার হিসেবে।

ওটিটির সাবস্ক্রিপশন দিতে পারেন উপহার হিসেবে। ছবি: সংগৃহীত।

৫. ঘর সাজানোর জন্য ছোট ছোট শো-পিসের সেট দিতে পারেন। শো-পিসের বদলে ছবির ফ্রেম, মূর্তিও দেওয়া যায় নবদম্পতিকে।

৬. নতুন জীবনের সূচনা হোক স্বাস্থ্যকর অভ্যাসে। এখন স্বাস্থ্যসচেতনতার ধুম পড়েছে চারদিকে। তাই যোগাসনের জন্য ম্যাট, ডাম্বেল, বারবেল, জিম বল, বাম্পার প্লেট, স্টেপার ইত্যাদি উপহার দিতে পারেন। সংসার শুরু করেই নিজেদের যত্ন নেওয়ার অভ্যাস তৈরি হোক।

৭. নবদম্পতির সকাল শুরু হোক সুবাসিত চা-পাতা আর মাটির কাপের সঙ্গে। অথবা ভাল মানের কড়া কফি দিয়ে। দম্পতি যদি চা-কফির প্রতি আসক্ত হন, তা হলে বিভিন্ন রাজ্যের চা-কফির একটি সেট তৈরি করে দিতে পারেন। সঙ্গে থাকুক পোড়ামাটির পেয়ালা-পিরিচ।

৮. নতুন হেঁশেলে কাজে লাগতে পারে, এমন কয়েকটি যন্ত্রপাতি উপহার হিসেবে দিতে পারেন। ব্যস্ত জীবনে ঝক্কিহীন রান্না করার সুবিধার জন্য এয়ার ফ্রায়ার, রাইস কুকার, মাইক্রোঅয়েভ অভেন, মিনি ফ্রিজ ইত্যাদি দেওয়া যায়। তবে অবশ্যই আগে থেকে জেনে রাখা ভাল, একই ধরনের উপহার কেউ ইতিমধ্যেই দিয়ে ফেলেছেন কি না।

এয়ার ফ্রায়ার দিতে পারেন উপহারে।

এয়ার ফ্রায়ার দিতে পারেন উপহারে। ছবি: সংগৃহীত।

৯. অনেক নবদম্পতি নগদ অর্থ নিতে পছন্দ করেন, যাতে পরবর্তীতে নিজেদের মতো ব্যবহার করতে পারেন। আপনি যদি নগদ দেওয়ার পক্ষপাতী না হন, তা হলে অনলাইন কেনাকাটা করার অ্যাপে গিফ্‌ট কার্ড কিনে দিতে পারেন। তার সঙ্গে সুন্দর কিছু লিখে দিতে পারেন, যা ভার্চুয়ালি থেকে যাবে সারা জীবন।

Wedding Gifts Gift Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy