Advertisement
০৪ মে ২০২৪
Modelling with Prosthetic Blade

একটি পা জন্ম থেকেই ছোট! তাতে কী? সব বাধা পেরিয়ে মডেল হওয়ার পথে ৭ বছরের কন্যে

শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে দৈনন্দিন কাজ করতেই অসুবিধায় পড়েন অনেকে। কিন্তু সেই বাধা অতিক্রম করে কী করল সাত বছরের খুদে?

Image of Grace Akerman

সব বাধা পেরিয়ে! ছবি- সংগৃহীত

সংবাদ সংস্থা
ব্রিস্টল শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৩ ২১:০৩
Share: Save:

জন্ম থেকেই ডান দিকের পা-টি ছোট ৭ বছরের গ্রেস অ্যাকারম্যনের। সেই প্রতিবন্ধকতাকে জয় করে, ‘প্রস্থেটিক ব্লেড-এর সাহায্য নিয়েই মডেল হওয়ার স্বপ্নপূরণ করতে চলল ব্রিস্টলের এই কন্যে।

চলাফেরা করতে গ্রেসের প্রয়োজন হত বিশেষ জুতোর। কারণ, জন্ম থেকেই অন্য পায়ের সঙ্গে ডান পায়ের দৈর্ঘ্যে প্রায় ৪ ইঞ্চির তফাত। এই কারণে স্বাভাবিক জীবনযাপন করতে যে কষ্ট হয়, সে কথা আলাদা করে বলার প্রয়োজন নেই।

মাত্র ৭ বছর বয়সে হেসেখেলে ঘুরে বেড়ানোর বদলে ঘরবন্দি জীবনও যেন ভবিতব্য হতে বসেছিল গ্রেসের। কিন্তু প্রস্থেটিক ব্লেডের বিশেষ প্রযুক্তির সাহায্যে সেই গ্রেসের সেই সমস্যা কেটেছে বেশ কিছু দিন। হাঁটতে-চলতে তেমন কষ্ট হয় না আর। আর এই ভাবেই সে ফ্যাশন শোয়ের র‌্যাম্পে ১০ লক্ষ পা হাঁটার লক্ষ্যমাত্রা পূরণ করতে চলেছে।

এই ফ্যাশন শো অবশ্য আর্তত্রাণের উদ্দেশ্যে অর্থ সংগ্রহের জন্য আয়োজিত। এই কাজের জন্য গ্রেস এক নামজাদা মডেলিং সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Prosthetic Limb Prosthetic Modelling
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE