আগামী রবিবার শাহরুখ খানের জন্মদিন। ২ নভেম্বর তিনি ৬০ বছরে পা দেবেন। ইতিমধ্যেই দিনটিকে ঘিরে অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে উদ্মাদনা। সমাজমাধ্যমে গুঞ্জন, বিশেষ দিনে বাদশাহ তাঁর আগামী ছবি ‘কিং’-এর ঘোষণা করতে পারেন। তার মাঝেই বৃহস্পতিবার সমাজমাধ্যমে অনুরাগীদের নানা প্রশ্নের উত্তর দিলেন শাহরুখ। জীবনের নানা উপলব্ধি সকলের সঙ্গে ভাগ করে নিলেন তারকা।
আরও পড়ুন:
বিগত কয়েক বছরে শাহরুখ সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়া প্রায় বন্ধ করে দিয়েছেন। অনুরাগীদের সঙ্গে যোগসূত্র বজায় রাখতে তাঁর হাতিয়ার সমাজমাধ্যম। পোশাকি নাম— ‘আস্ক এসআরকে’। অনুরাগীদের প্রশ্ন এবং বাদশার উত্তর। বৃহস্পতিবার অনুরাগীদের একাধিক প্রশ্নের উত্তর দিয়েছেন শাহরুখ। তবে আলাদা করে চর্চায় চলে এসেছে জীবন প্রসঙ্গে তাঁর একাধিক মন্তব্য।
২০২৩ সালে শাহরুখের ৩টি ছবি মুক্তি পেয়েছিল। ‘পাঠান’, ‘জওয়ান’ এবং ‘ডাঙ্কি’র মাধ্যমে হারানো আসন ফিরে পেয়েছিলেন তিনি। তার দু’বছর আগে মাদক-কাণ্ডে পুত্র আরিয়ান খানের নাম জড়িয়েছিল। চলতি বছরে আরিয়ান পরিচালিত ওয়েব সিরিজ়ের (‘দ্য ব্যাডস অফ বলিউড’) সাফল্য পরিবারের ‘কালো দাগ’ মুছে দিয়েছে বলেই মনে করেন অনেকে। তাই এক্স হ্যান্ডলে প্রশ্নোত্তর পর্বে আরিয়ানের প্রসঙ্গ উত্থাপিত হতেই পুত্রের কঠিন পরিশ্রমের প্রশংসায় মেতেছেন শাহরুখ। তাঁর কাছে প্রশ্ন ছিল, জীবনের বর্তমান পর্যায়ে তাঁর কাছে কোন বিষয়গুলি অগ্রাধিকার পায়। শাহরুখ লিখেছেন, ‘‘আমার সন্তানদের সঙ্গে সময় কাটানো। সুস্থ থাকা এবং মনের জোর বজায় রাখা, যাতে মানুষকে আনন্দ দিয়ে যেতে পারি। পাশাপাশি, যেন আরও বেশি ধৈর্যশীল হতে পারি এবং ভালবাসতে পারি।’’
‘দ্য ব্যাডস অফ বলিউড’ ওয়েব সিরিজ়ের ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে (বাঁ দিক থেকে) শাহরুখ, গৌরী এবং আরিয়ান। — ফাইল চিত্র।
চলতি বছরেই ‘মেটগালা’র মঞ্চে হেঁটে বিশ্ব জুড়ে ফ্যাশন দুনিয়ায় ঝ়ড় তোলেন শাহরুখ। পোশাকশিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে অভিনেতার লুক সকলেরই নজর কাড়ে। বলিউডের অন্দরে ঘনিষ্ঠমহলে বলা হয়, শাহরুখ খানের বয়স হয় না। মেটগালায় অভিনেতার একটি ছবি পোস্ট করেই এক অনুরাগী জানতে চান, প্রতি বছর তিনি কী ভাবে আরও ‘তরুণ’ হয়ে উঠছেন! শাহরুখও স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই উত্তর দিয়েছেন, ‘‘সত্যি বলতে, আমার মনটা এখনও শিশুসুলভ রয়ে গিয়েছে। বাকি সবটাই নির্ভর করে দর্শকের দৃষ্টিভঙ্গির উপর।’’
বয়স নিয়ে অভিনেতাদের মধ্যে অনেক সময়েই ছুতমার্গ লক্ষ করা যায়। শাহরুখ সেখানে ব্যতিক্রম। এক অনুরাগীর প্রশ্ন ছিল, তিনি এখনও কী ভাবে এত সুন্দর দেখতে। উত্তরে শাহরুখ লেখেন, ‘‘আমি বয়সকে পাত্তা দিই না।’’ জানিয়েছেন, ‘বয়স’কে তিনি বরণ করে নিতেই আগ্রহী। শাহরুখের মতে, ৬০-এ সুন্দর, ৭০-এ অসাধারণ এবং ৮০ বছরকে তিনি ‘লোভনীয়’ দৃষ্টিভঙ্গি থেকেই বরণ করে নিতে প্রস্তুত।
জীবনে সাফল্য সহজে আসে না। কারণ স্বপ্নপূরণের আগে স্বপ্ন দেখা গুরুত্বপূর্ণ। তাই শাহরুখের কাছে তরুণ প্রজন্মের তরফে জীবনে সফল হওয়ার উপদেশ চাইলে উত্তরও আসে বাদশাহ সুলভ। অনুরাগীর উদ্দেশে অভিনেতা লেখেন, ‘‘অন্যের স্বপ্নের অংশ না হয়ে নিজে স্বপ্ন দেখো। স্বপ্ন পূরণ হয়। তবে ঘুমের মধ্যে নয়, সেই স্বপ্ন জেগে দেখতে হবে।’’