স্লিপ অ্যাপনিয়ার কারণে বা কোনও শ্বাসজনিত সমস্যায় নাক ডাকার সমস্যায় অনেকেই জেরবার থাকেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, বিশ্বের প্রায় ৪০ শতাংশ পুরুষ ও ২০ শতাংশ মহিলা ঘুমের মধ্যে নাক ডাকেন। এই অভ্যাস কেবল অন্যের ঘুমের ব্যাঘাত ঘটায় এমন নিরীহ বিষয় নয়, বরং এই সমস্যা আক্রান্তের স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর।
স্লিপিং অ্যাপনিয়ার কারণে এমনটা ঘটে থাকলে তা হৃদপিণ্ডের ডান এবং বাঁ দিকের ভেন্ট্রিকুলারের মারাত্মক ক্ষতি করে। চিকিৎসকের সঙ্গে দ্রুত পরামর্শ করা তাই এ সব ক্ষেত্রে আবশ্যক। তবে সাধারণ শ্বাসজনিত সমস্যা বা শোওয়ার পদ্ধতিগত ত্রুটি থেকেও অনেক সময় নাক ডাকার সমস্যা হয়।
এ সব ক্ষেত্রে কিছু ঘরোয়া উপায়েও এর প্রতিকার মেলে। প্রতি দিন নিয়ম করে এই দুই ভেষজ পানীয় সারিয়ে তুলবে নাক ডাকার সমস্যা। সহজলভ্য ও পকেটসই দামে মিলবে এর উপাদানও।