Advertisement
১১ মে ২০২৪
Fashion Tips

Beard: ত্বক ভাল রাখতে চান? তবে শাহিদ-বিরাটদের মতো দাড়ি রাখুন

‘ক্লিন শেভ’ লুকের পরিবর্তে দাড়িই এখন পুরুষদের অনেক বেশি পছন্দের।

শাহিদ কপূর থেকে বিরাট কোহলী থেকে অভিনয় দুনিয়ার তারকারা সকলেই মজেছেন দাড়ির প্রেমে।

শাহিদ কপূর থেকে বিরাট কোহলী থেকে অভিনয় দুনিয়ার তারকারা সকলেই মজেছেন দাড়ির প্রেমে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২১ ১৭:৩৭
Share: Save:

একটা সময় পর্যন্ত পুরুষদের ফ্যাশনে ‘ক্লিন শেভড’ লুকই ছিল বেশি জনপ্রিয়। এখন খেলার মাঠ থেকে অভিনয় দুনিয়ার তারকারা সকলেই মজেছেন দাড়ির প্রেমে। পুরুষ-মহলে এখন দাড়ির বেশ কদর। কিন্তু জানেন কি ফ্যাশনের জন্য রাখা এই দাড়ি পুরুষদের ত্বকের জন্যও খুব উপকারী?

কেন দাড়ি রাখা ত্বকের জন্য ভাল?

১) বারবার দাড়ি কামানোর ফলে অনেকেরই ত্বকে র‌্যাশের সমস্যা দেখা দেয়। দাড়ি রাখলে এই সমস্যা থেকে সহজেই মিলবে মুক্তি।

২) রাস্তার ধুলো-ময়লা ও রোদ থেকেও ত্বককে বাঁচাতে পারে দাড়ি। দাড়ি থাকায় ত্বকের ওই অংশে সরাসরি রোদ লাগে না। তাই সূর্যরশ্মি থেকে ত্বকে অ্যালার্জি হওয়ার আশঙ্কাও থাকে না।

দাড়ি কামানোর সময়ে বা কামানোর পর যে প্রসাধনী বা ক্রিম ব্যবহার করতে হয়, তাতে অনেক ধরনের রাসায়নিক থাকে।

দাড়ি কামানোর সময়ে বা কামানোর পর যে প্রসাধনী বা ক্রিম ব্যবহার করতে হয়, তাতে অনেক ধরনের রাসায়নিক থাকে।

৩) দাড়ি কামানোর সময়ে বা কামানোর পর যে প্রসাধনী বা ক্রিম ব্যবহার করতে হয়, তাতে অনেক ধরনের রাসায়নিক থাকে। বিশেষজ্ঞরা বলছেন, এর নিয়মিত ব্যবহার ডেকে আনতে পারে ত্বকের ক্যানসার। দাড়ি রাখলে এই আশঙ্কা একেবারেই থাকে না।

৪) ত্বককে বলিরেখার হাত থেকেও বাঁচাতে পারে দাড়ি। যেহেতু সূর্যের আলো ত্বকে সরাসরি লাগে না। তাই বলিরেখাও কম হয়। কাজেই যাঁরা দাড়ি রাখেন, তাঁদের মুখে অনেক দেরিতে বয়সের ছাপ পড়ে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Fashion Tips Beard Care Tips beard
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE