একসময় যে চুলের প্রশংসা করতেন সকলে, এখন সেই চুলই পাতলা হয়ে শ্রী হারিয়েছে। গোছা গোছা চুলও উঠছে। কী করবেন বুঝতে পারছেন না? হরমোনের ভারসাম্যের অভাব, অসুখ-বিসুখ যদি চুল ঝরার নেপথ্য কারণ না হয়, তা হলে বদলে ফেলুন মাথায় মাখার তেলটি।
অনেক সময় সঠিক পরিচর্যা এবং পুষ্টির অভাবেও চুল ঝরে। এমন সমস্যায় পড়লে বেছে নিন এমন কোনও তেল যার মধ্যে চুলের বৃদ্ধির উপাদান আছে। যা চুল স্বাস্থ্যোজ্জ্বল করে তুলতে সহায়ক।
পেঁয়াজের তেল: জনপ্রিয় কেশসজ্জা শিল্পী জাভেদ হাবিব বিভিন্ন সময়ে সাক্ষাৎকারে বলেছেন পেঁয়াজের রস চুল ঝরা বন্ধ করতে এবং নতুন চুল গজাতে সহায়ক। যদিও তিনি রাতভর মাথায় তেল মেখে রাখার পক্ষপাতী নন। তবে অনেকেই চুলের বৃদ্ধিতে পেঁয়াজ তেলে ভরসা রাখেন। পেঁয়াজে থাকে ভিটামিন সি, বি৯ এবং বি৬। এ ছাড়াও মেলে পটাশিয়াম-সহ বিভিন্ন খনিজ। চুলের বৃদ্ধির জন্য প্রতিটি উপাদানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তেল চুলকে আর্দ্র রাখতে সাহায্য করে। রুক্ষ ভাব এবং ডগা ফাটার সমস্যা কমায়। ঈষদুষ্ণ তেল মালিশ করলে মাথার ত্বকে রক্ত সঞ্চালন ভাল হয়। বাড়িতেই নারকেল তেলে পেঁয়াজের রস থেঁতো করে দিয়ে অল্প আঁচে গরম করে পেঁয়াজ তেল বানিয়ে নিতে পারেন। স্নানের আগে মিনিট পাঁচেক মাসাজ করে ১০-১৫ মিনিট রেখে দিন। তার পর ধুয়ে ফেলুন।
আরও পড়ুন:
ভৃঙ্গরাজ তেল: চুলের পরিচর্যায় প্রাচীন কাল থেকেই ব্যবহার করা হয় ভৃঙ্গরাজ। আয়রন, ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম-সহ আরও বিভিন্ন উপাদানে সমৃদ্ধ ভৃঙ্গরাজ চুলের শুষ্কতা, অকালপক্বতা, খুশকি দূর করতে অব্যর্থ। ভিটামিন ই, সি, বি১, বি২, আয়রন, জ়িঙ্ক, সেলেনিয়াম, ম্যাগনেশিয়াম থাকায় এটি চুলের বৃদ্ধিতে বিশেষ ভাবে সাহায্য করে। চুল পড়া বন্ধ করে। ভৃঙ্গরাজে থাকে ফাইটোস্টেরল নামক অ্যান্টি-অক্সিড্যান্ট যা চুল পড়া রুখতে, চুল স্বাস্থ্যোজ্জ্বল করে তুলতে সাহায্য করে। ভৃঙ্গরাজের অ্যান্টি-ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি-ফাঙ্গাল গুণ শুধু খুশকি রোধ করে না, মাথার ত্বকে যে কোনও প্রকারের সংক্রমণও রোধ করে।
কালোজিরের তেল: হেঁশেলের সাধারণ এই উপকরণ চুল কালো রাখতে এবং কেশচর্চায় অত্যন্ত উপকারী। ভিটামিন এ এবং সি, ই, কে রয়েছে এতে। আছে বেশ কিছু খনিজ। এই ভিটামিন এবং খনিজ চুলের বৃদ্ধিতে সহায়ক। একটা বয়সের পর চুলের মেলানিন হ্রাস পায়। ফলে কালো চুল সাদা হতে থাকে। কিন্তু কালোজিরে তেল এই মেলানিনের ঘাটতি পূরণ করে। এতে চুলের জেল্লাও বজায় থাকে। সরাসরি এই তেল চুলে ব্যবহার না করে নারকেল তেলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে পারেন। সপ্তাহে দু’-তিন বার চুলে তেল মাখতে পারেন।