Advertisement
E-Paper

মুখের গড়ন যেমন, টিপ পরুন ঠিক তেমন, কোন মুখে কেমন মানাবে, রইল টিপ্‌স

টিপ পরলেই হল না, মুখের গড়ন অনুযায়ীই তা পরতে হবে। কোন মুখে কেমন টিপ মানাবে, তা না জানলে সাজটাই মাটি হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ জুন ২০২৫ ১৬:৪১
A Guide to choose the perfect Bindi to match your face shape

মুখের আদল গোল, লম্বা না পানপাতার মতো? কোন মুখে কেমন টিপ মানাবে? —ফাইল চিত্র।

পরনে শাড়ি থাক বা সালোয়ার স্যুট— দুই ভ্রু-র মাঝে ছোট্ট একটা টিপ পরলে সাজই যেন বদলে যায়। শাড়ি, সালোয়ার-কামিজ বা কুর্তির সঙ্গে টিপ তো পরা হয়ই, এখন নানা রকম ফিউশন ড্রেস, হাঁটুঝুল পোশাক থেকে জিন্‌স, সবের সঙ্গেই রং মিলিয়ে টিপ পরার চল হয়েছে। অনেকে আবার শখ করে সব সময়ই টিপ পরেন। জমকালো কোনও মেকআপের প্রয়োজন নেই, বরং ছিমছাম সাজের সঙ্গে একটা টিপ পরলেই যেন মুখের পরিপূর্ণতা ফুটে ওঠে। তবে টিপ পরলেই হল না, মুখের গড়ন অনুযায়ীই তা পরতে হবে। কোন মুখে কেমন টিপ মানাবে, তা না জানলে সাজটাই মাটি হবে।

ছোট টিপ পরলে সাজ একরকম হয়, আবার বড় টিপে রূপ হয় আর এক রকম। তাই জেনে নিন মুখাকৃতির কোন ধরনের সঙ্গে কোন টিপ ঠিকঠাক মানাবে।

ছোট্ট গোল টিপ

মুখের ধরন যেমনই হোক না কেন, ছোট্ট গোল টিপ তাতে দিব্যি মানিয়ে যাবে। গোল, পান পাতার মতো মুখ বা মুখের গড়ন আয়তাকার, লম্বা যেমনই হোক না কেন, যে কোনও আদলেই এমন টিপ মানাবে। পোশাক ও রূপটান খুব জমকালো হলে, ছোট টিপই বেশি মানাবে। আবার ছিমছাম সাজেও এমন টিপ খুবই আকর্ষণীয়।

অর্ধচন্দ্রাকৃতি টিপ

এমন টিপ গুজরাট ও মহারাষ্ট্রে বেশি পরা হয়। তবে এখন বাঙালিরাও পরছেন। চাঁদের মতো আকারের টিপ পানপাতার মতো মুখে বা ডিম্বাকৃতি মুখের আদলে বেশি মানাবে।

লম্বা টিপ

বড় লম্বা টিপ পরার রেওয়াজ দক্ষিণীদের মধ্যে বেশি দেখা যায়। লম্বা মুখেই এমন টিপ বেশি মানায়। মুখে বেশি মেদ থাকলে এমন টিপ না পরাই ভাল।

মুখের আদল অনুযায়ী টিপ

পানপাতার মতো মুখ

মুখের আকৃতি পানপাতার মতো হলে ছোট গোল টিপ পরলেই দেখতে বেশি ভাল লাগবে। শাড়ির সঙ্গে অনেকেই বড় টিপ পরতে ভালবাসেন। কিন্তু এই আকৃতির মুখে বড় টিপ কিন্তু একেবারেই মানায় না।

ডিম্বাকৃতি মুখ

এমন মুখের আদল হলে বড় গোলপানা টিপ খুব ভাল মানাবে। নকশা বা আলপনা করা টিপও এমন মুখে বেশ লাগবে। তবে খুব লম্বা ধরনের টিপ না পরাই ভাল। এতে মুখ অনেক বেশি বড় দেখাবে।

গোল মুখ

মুখের আদল গোলাকৃতি হলে খুব বড় গোল টিপ না পরাই ভাল। বরং হিরের মতো আকারের বা ত্রিভুজাকৃতি টিপ পরলে ভাল মানাবে।

চৌকো আকারের মুখ

মুখের গড়ন যদি চৌকো হয়, তা হলে লম্বাটে কখনওই নয়, বরং গোল টিপই বেশি ভাল লাগবে। তবে টিপের আকার যেন বড় না হয়। তাতে মুখ আবার বেশি বড় দেখাবে। মাঝারি মাপের টিপ পরুন।

Bindi Makeup Tips Beauty Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy