দাড়ি কামানোর পরেই গালে লাল র্যাশ বেরিয়ে যায়? গালে ব্লেড ছোঁয়ালেই ত্বক আরও খসখসে হয়ে যায় অনেকের। সেই সঙ্গে জ্বালা, চুলকানি হতে থাকে। নাক-গালের পাশে ব্রণও দেখা দেয় অনেক ছেলেরই। তাই ত্বকের যত্ন নেওয়া খুব জরুরি। রইল কিছু টিপ্স।
দাড়ি কাটার আগে ও পরে ত্বকের যত্ন
ত্বক যদি খুব বেশি শুষ্ক হয়, তা হলে দাড়ি কাটার পরে জ্বালা বা ব্রণ-ফুস্কুড়ির সমস্যা হতে পারে। তাই নিয়মিত ত্বকে ময়শ্চারাইজ়ার লাগানো জরুরি। সকালে দাড়ি কামানোর পরিকল্পনা থাকলে আগের রাতে মুখে ভাল ভাবে ময়শ্চারাইজ়ার মেখে রাখতে হবে। তা হলেই ত্বক আর্দ্র থাকবে।
সারা দিনের ধুলোময়লা মুখ থেকে ধুয়ে ফেলা খুব জরুরি। মুখে সাবান দিলে ত্বক রুক্ষ হয়ে যেতে পারে। তার বদলে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুতে হবে। এখন পুরুষদের জন্যও বিভিন্ন রকম ফেস ওয়াশ বেরিয়ে গিয়েছে। মুখ পরিষ্কারের পর ত্বকের আর্দ্রতা ধরে রাখতে ময়শ্চারাইজ়ার লাগিয়ে নিন। তা হলে ত্বক নরম থাকবে, দাড়ি কাটার সময়ে জ্বালা করবে না।
আরও পড়ুন:
দাড়ি খুব লম্বা হয়ে গেলে প্রথমেই ব্লেড চালাবেন না। বরং আগে কাঁচি দিয়ে কিছুটা ছেঁটে নিন। তা হলে বার বার এক জায়গায় ব্লেড চালাতে হবে না। ত্বকের উপর কম চাপ পড়বে।
দাড়ি কামানোর জন্য কোনও ঘন শেভিং ক্রিম ব্যবহার করুন। এমন কিছু ব্যবহার করবেন যা ত্বককে আর্দ্র রাখতে সাহায্য করবে।
দাড়ি কাটার পর অবশ্যই অ্যালো ভেরা জেল বা ময়েশ্চারাইজ়ার গালে মাখুন। তা হলে ত্বক নরম ও মসৃণ থাকবে।
ব্রণের সমস্যা মেটাতে জলে নিমপাতা ফুটিয়ে তা ঠান্ডা করে ব্যবহার করতে পারেন।