বলিউডে তিনি পরিচিত ‘মিষ্টি মেয়ে’ বলে। প্রাণবন্ত চেহারা, আলগা চটক এবং সুদক্ষ অভিনয়— সকলের মধ্যে থেকে আলাদা করেছে শ্বেতা ত্রিপাঠীকে। ‘মাসান’, ‘মির্জাপুর’ তাঁকে পরিচিতি দিয়েছে। তবে একের পর এক নানা রকম কাজ করে অভিনয় জগতে নিজের জায়গা পায়কা করে নিয়েছেন অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ৪০-এ ফিট এবং সুন্দর থাকার নেপথ্যকথা জানালেন শ্বেতা। তাঁর কথায়, সৌন্দর্যের চাবিকাঠি শুধু প্রসাধনীর ব্যবহারে লুকিয়ে থাকে না। বরং তিন বিষয় জরুরি— খাওয়া, শরীরচর্চা এবং মানসিক স্বাস্থ্য ভাল রাখা। মায়ের টোটকাও রূপচর্চায় ব্যবহার করেন তিনি।
শ্বেতা জানাচ্ছেন, যে সমস্ত খাবার খেতে ভাল নয়, শুধুমাত্র স্বাস্থ্য উপযোগিতার কথা ভেবে সেগুলি তিনি পাতে রাখেন না। বরং তাঁর কাছে ডায়েট হল ঘরের খাবার। এমনকি, কাজের সূত্রে বাইরে গেলে তিনি রন্ধনশিল্পীকে অনুরোধ করেন ঘরের মতো খাবার বানাতে। কারণ, নায়িকার যু্ক্তি, এতে তেল, মশলার ব্যবহার কম হয়।
শরীরচর্চা সুস্থ থাকা এবং সুন্দর ত্বকের জন্য জরুরি। শরীরচর্চার পরে ত্বকের যে আভা থাকে, সেটাই শ্বেতার সবচেয়ে প্রিয়। একই সঙ্গে তিনি মনের কথাও বলেছেন। কারণ, কেউ যদি অবসাদে ডুবে থাকেন, মানসিক চাপে থাকেন— যতই রূপচর্চা করা হোক না কেন, মুখে সেই ছাপ থাকবেই। তাঁর কাছে সৌন্দর্য ভিতর থেকে ভাল থাকা। কারণ, মনের অভিব্যক্তি মুখেই ধরা পড়ে।
নায়িকারা নামী-দামি ব্র্যান্ডের প্রসাধনী ব্যবহার করবেন— এমনটাই ভাবেন সকলে। তবে, শ্বেতার যুক্তি, ত্বকের ধরন বুঝে সঠিক জিনিসটি বাছতে হবে। রূপচর্চায় মায়ের টোটকাও তিনি ব্যবহার করেন। কমলালেবুর খোসা আর মুগডাল বাটা দিয়ে ঘরোয়া ফেসপ্যাক তাঁর খুব কাজে আসে।