Advertisement
E-Paper

শ্রীদেবীর সৎমেয়ের বাগ্‌দান অনুষ্ঠান! তারকা আত্মীয় আর ভাইবোনেরা কে কেমন সাজে হাজির হলেন?

মুম্বইয়ে সম্পূর্ণ ঘরোয়া অনুষ্ঠানে। তবে কপূর পরিবারের ঘরোয়া অনুষ্ঠানও হয় তারকাখচিত। কারণ পরিবারের অধিকাংশই হয় অভিনেতা, নয়তো কোনও না কোনও ভাবে সিনেমা জগতের সঙ্গে যুক্ত।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২৫ ১৪:৩৩

ছবি : সংগৃহীত।

বলিউডের প্রযোজক বনি কপূরের কন্যার বিয়ের প্রস্তুতি শুরু হল। জাহ্নবী কপূর কিংবা খুশি কপূর নন। এই কন্যা বনির প্রথম পক্ষের স্ত্রীর। নাম অংশুলা কপূর। যিনি অভিনেতা অর্জুন কপূরের সহোদরা। অভিনেত্রী শ্রীদেবীর সৎমেয়ে। শনিবার রাতে তাঁর বাগ্‌দান অনুষ্ঠান সম্পন্ন হল মুম্বইয়ে।

পাত্রের নাম রোহন ঠক্কর। তিনি একজন পেশাদার চিত্রনাট্য লেখক। কাজ করেন বলিউডের আর এক প্রযোজক পরিচালক কর্ণ জোহরের সংস্থা ধর্ম প্রোডাকশনের সঙ্গে। তাঁর সঙ্গেই ঘর বাঁধতে চলছেন অংশুলা।

শনিবার আংটি বদল করে বাগ্‌দান সম্পন্ন হল দু’জনের, মুম্বইয়ে সম্পূর্ণ ঘরোয়া অনুষ্ঠানে। তবে কপূর পরিবারের ঘরোয়া অনুষ্ঠানও হয় তারকাখচিত। কারণ পরিবারের অধিকাংশই হয় অভিনেতা, নয়তো কোনও না কোনও ভাবে সিনেমা জগতের সঙ্গে যুক্ত। শনিবারের অনুষ্ঠানেও হাজির ছিলেন জাহ্নবী, খুশি, সোনম কপূর, সানায়া কপূর, অর্জুন কপূরেরা। ছিলেন বনিও। তাঁরা কে কেমন সাজলেন এক নজরে দেখে নেওয়া যাক।

গুজরাতি প্রথার সাজ

গুজরাতি প্রথায় বাগ্‌দান অনুষ্ঠানকে বলা হয় গোর দানা। সেই প্রথা মেনেই হল অংশুলার বাগ্‌দান। গুজরাতের বাঁধনি কাপড়ে ভারী মিনা নকশা করা লেহঙ্গা পরেছিলেন বনি-কন্যা। তার সঙ্গে গুজরাতি ঐতিহ্য মেনেই মাথায় দিয়েছিলেন বাঁধনি কাজের লাল চেলি।

রংমিলন্তি

প্রেমে বিচ্ছেদের পরে নিজের চেহারায়, চুলের ছাঁটে পরিবর্তন এনেছেন অর্জুন। বোনের বাগ্‌দানের অনুষ্ঠানে বোনের সঙ্গে রং মিলিয়ে গাঢ় বেগনি রঙের শেরওয়ানি পরেছিলেন ‘ইশকজ়াদে’ অভিনেতা।

বাবার সাজ

বনি কপূর ইদানীং একটু বেশিই সেজেগুজে থাকছেন। মেয়ের বাগ্‌দানে সেজেছিলেন লাল রঙের সিল্কের পাঠানি কুর্তা আর যোধপুরী প্যান্টে। সঙ্গে পরেছিলেন লালচে মেরুন রঙের চামড়ার জুতি।

শাড়িতে খুশি

তাঁর অভিনয় নিয়ে নানা কথা হতে পারে। তবে সাজ নিয়ে কথা হবে না। এ ব্যাপারে দিদি জাহ্নবীকেও সমানে সমানে টক্কর দেন শ্রীদেবী আর বনির কনিষ্ঠা কন্যা খুশি। বোনের বাগ্‌দান অনুষ্ঠানে তিনি পরেছিলেন পোশাক শিল্পী মনীশ মালহোত্রের নকশা করা হালকা পেস্তা রঙের অরগ্যাঞ্জা শাড়ি। তাতে গোলাপি রঙের ভারী জারদৌসি নকশা। সঙ্গে চোলি কাট ব্লাউজ়। গয়না বলতে গলায় সরু ক্রিস্টালের হার আর কানে ছোট্ট দু’টি দুল।

‘ট্রেন্ডি’ রঙে জাহ্নবী

জাহ্নবী অবশ্য বোনের মতো হালকা সাজেননি। তিনি পরেছিলেন এই মরশুমের ‘ট্রেন্ডিং’ রং ‘বাটারি ইয়েলো’ বা মাখন হলুদ রঙা লেহঙ্গা। তাতে ছোট ছোট পাথর আর বিডসের নকশা। অফ শোল্ডার চোলি ব্লাউজ়ের সঙ্গে হিরের নকশা করা নেকলেস পরেছিলেন জাহ্নবী।

শৌখিনী সোনম

সোনম বলিউডের শৌখিনী। বিদেশি ব্র্যান্ডের আন্তর্জাতিক মুখ। তাঁর সাজ দেখার জন্য বলিউড-প্রেমীরা তো বটেই, তাঁর তারকা ভাইবোনেরাও মুখিয়ে থাকেন নিশ্চিত। বোনের বাগ্‌দান অনুষ্ঠানে সোনম সেজেছিলেন গথিক স্টাইলে। সোনালি আর মরচে রঙের মিলিজুলি বেলুন স্কার্ট। ম্যাচিং শর্ট জ্যাকেট। পায়ে মেরুন মখমলের ব্যালেরিনা পরেছিলেন। সঙ্গে পরেছিলেন অজস্র রুপোর অলঙ্কার। পায়ে রুপোর তোড়া, গলায় ছোট-বড় হারের লেয়ারিং এমনকি, কাঁধের ব্যাগের চেনটিও রুপোর। রুপোর ক্লাচ ব্যাগটি হাতির মতো দেখতে।

লাল টুকটুকে সানায়া

বনিরা তিন ভাই। বনি, অনিল কপূর এবং সঞ্জয় কপূর। বাগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঞ্জয়ের স্ত্রী-কন্যাও। সঞ্জয়-কন্যা সানায়া কপূর সিনেমায় অভিনয় না করলেও ইতিমধ্যেই মডেল দুনিয়ায় নাম করেছেন। তিনি এবং তাঁর মা রং মিলিয়ে পরেছিলেন লাল রঙের চুড়িদার।

Arjun Kapoor Arjun Kapoor Sister Bonny Kapoor Janhvi Kapoor Khushi Kapoor Sonam Kapoor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy