ঝুলিতে বড় হিট তেমন নেই বটে, তবে চারটি ছবিতে তিনি অভিনয় করেছেন। বলিউড তারকা সুনীল শেট্টির কন্যা, ক্রিকেটার কেএল রাহুলের স্ত্রী আথিয়া শেট্টি কিন্তু বলিউড পরিচিত মুখ।
আরও পড়ুন:
অভিনয় জগৎ থেকে কয়েক বছর দূরে থাকলেও, আথিয়ার সৌন্দর্যের অনুরাগী কম নন। তন্বী চেহারা, সুন্দর চুল, পেলব ত্বক। তবে এই সৌন্দর্যের নেপথ্যে রয়েছে মায়েরই টোটকা, এক সাক্ষৎকারে বললেন ‘মোতিচুর চাকনাচুর’-এর নায়িকা আথিয়া।
তাঁর সুন্দর চুলের গোপন কথা পেঁয়াজের রস। অভিনেত্রী জানিয়েছেন, বিশ্রী গন্ধ। ভাল শ্যাম্পু ছাড়া সেই গন্ধ যায় না মোটেই। কিন্তু তা ভীষণ কাজের। চুল পড়া বন্ধ হয় এতে।
চুল ঝরার সমস্যায় কম-বেশি অনেকেই জেরবার। অনেক সময় অযত্নের কারণেও চুল ঝরে। তখন কি পেঁয়াজের রস মাখলে কাজ হবে? নামী কেশসজ্জা শিল্পী জাভেদ হাবিবও কিন্তু বলেন এমন টোটকার কথা। কিন্তু তা কি আদৌ কাজের?
ত্বকের রোগের চিকিৎসক মানসী শিরোলিকার জানাচ্ছেন, চুলের অন্যতম উপাদান হল কেরাটিন নামক প্রোটিন, এতে সালফার থাকে। পেঁয়াজেও থাকে সালফার। কেউ পেঁয়াজের রস মাথার ত্বকে ব্যবহার করলে, সালফারের জোগান ঠিক থাকে, ফলে চুলের গোড়া মজবুত হয়। পল্লবী সুলে নামে আর এক ত্বকের রোগের চিকিৎসকের কথায়, পেঁয়াজে রয়েছে প্রদাহনাশক উপাদান। পেঁয়াজ-তেল মাথায় মাসাজ করলে রক্ত সঞ্চালন ভাল হয়। যা চুলের বৃদ্ধিতে সহায়ক। অকালপক্বতা কমাতেও সাহায্য করে পেঁয়াজে থাকা বিশেষ উৎসেচক।
চুল ঝরা কি কমাতে পারে পেঁয়াজের রস?
চুল পড়ার নানা রকম কারণ থাকে। বিশেষ ধরনের চুল ঝরা বা অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেসিয়া কমাতে এটি সহায়ক বলে মনে করেন কোনও কোনও ত্বকের রোগের চিকিৎসক। কারণ, একাধিক পরীক্ষায় এমন প্রমাণ মিলেছে।
অতীতে বেশ কিছু সমীক্ষায় প্রমাণ মিলেছে, পেঁয়াজের রসে চুলের নতুন করে বৃদ্ধি হচ্ছে। চিকিৎসক পল্লবী সুলে জানাচ্ছেন, একটি সমীক্ষায় অ্যালোপেসিয়ার রোগীদের দিনে দু’বার করে পেঁয়াজের রস মাখতে বলা হয়েছিল। তাতে দেখা যায়, ৪ সপ্তাহ বাদে ৭৪ শতাংশের মাথার ত্বকে নতুন চুল গজানো শুরু হয়েছে। ৬ সপ্তাহ বাদে সেই সংখ্যা বেড়ে হয় ৮৭ শতাংশ।
তবে চিকিৎসকেরা সাবধান করছেন, পেঁয়াজের রস মাখার পর কারও যদি মাথা চুলকায়, তা হলে তা বন্ধ করতে হবে। পেঁয়াজের রস মাখার পরে মাথার ত্বক শ্যাম্পু করে ধুয়ে নেওয়া জরুরি। না হলে অপরিচ্ছন্ন মাথার ত্বক থেকে অন্য সমস্যা হতে পারে।