পুজোর পরেই আবহাওয়ায় বদল আসতে শুরু করেছে। রাতের দিকে বাতাসে যেন হালকা শীত শীত ভাব। এই মরসুমে ফাটা ঠোঁট আার ফাটা গোড়ালির সমস্যায় নাজেহাল হন অনেকেই। ব্যস্ত জীবনে সব সময়ে সালোঁয় গিয়ে পায়ের পরিচর্যা করার সময় হয় না। অথচ বাড়িতেই মিনিট পাঁচেক খরচ করলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। জেনে নিন পায়ের ফাটা দাগ দূর করার তিনটি ঘরোয়া টোটকা।
১) প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক উপাদান হল মধু। গোড়ালির ফাটা ত্বক জুড়তে মধু ব্যবহার করতেই পারেন। মধু এবং গরম জল একসঙ্গে মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। তার পর আলতো করে গোড়ালিতে লাগিয়ে মোজা পরে নিন। মিনিট দশেক পরে ঠান্ডা জলে ধুয়ে নিন। সপ্তাহে তিন-চার দিন এটি করতে পারেন।
২) বাড়িতে কলা থাকলে তা দিয়ে বানিয়ে নিতে পারেন প্যাক। একটা কলা ভাল করে চটকে নিন। তার পর গোড়ালির ফাটা অংশে লাগিয়ে রাখুন। কলার খোসা দিয়ে মিনিট পাঁচেক ফাটা অংশটি ঘষে নিন। খানিক ক্ষণ মোজা পরে থাকুন। তার পর পর ধুয়ে ফেলুন। সপ্তাহে দু’-তিন দিন করলে সুফল পাবেন।
৩) শুনতে বিস্ময়কর লাগলেও, পায়ের পাতা ফাটা বা গোড়ালি ফাটার সমাধান করতে পারে মাউথওয়াশ। ১ ভাগ মাউথওয়াশের সঙ্গে ২ ভাগ জল মিশিয়ে, তাতে ফাটা জায়গা ডুবিয়ে রাখুন। জীবাণু মরবে, আর পায়ের আর্দ্রতাও বজায় থাকবে।