Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Make Up Tips for Puja

গাঢ় রঙের লিপস্টিক পরবেন? সঙ্গে চাই মানানসই মেক আপ, শুরু করার আগে কী কী বিষয় মাথায় রাখবেন?

গাঢ় লিপস্টিকে ঠোঁট রাঙিয়ে মুখের অন্য সব অংশ ফুটিয়ে তুলতে না পারলে সাজটাই ফিকে হয়ে যাবে। কেমন ভাবে সাজবেন রইল তার সুলুক সন্ধান।

গাঢ় লিপস্টিকে ঠোঁট রাঙিয়ে মুখের অন্য সব অংশ ফুটিয়ে তুলতে না পারলে সাজটাই তো ফিকে হয়ে যাবে।

গাঢ় লিপস্টিকে ঠোঁট রাঙিয়ে মুখের অন্য সব অংশ ফুটিয়ে তুলতে না পারলে সাজটাই তো ফিকে হয়ে যাবে। ছবি- সংগৃহীত

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২২ ২১:০৯
Share: Save:

নবমীর দিন সন্ধেবেলা সবচেয়ে জমকালো শাড়িটা পরবেন বলে তুলে রেখেছেন? সঙ্গে মানানসই গাঢ় রঙের লিপস্টিক। কিন্তু গাঢ় লিপস্টিকে ঠোঁট রাঙিয়ে মুখের অন্য সব অংশ ফুটিয়ে তুলতে না পারলে সাজটাই তো ফিকে হয়ে যাবে। চিন্তা নেই! পোশাকের সঙ্গে মানিয়ে সাজগোজ করতে গেলে আগে থেকে একটু পরিকল্পনা করে রাখতে হবে।

১) বেস মেক আপ হোক হালকা

রাতের মেক আপ হলেও খুব বেশি বেস মেক আপ না করাই ভাল। ত্বকের রঙের সবচেয়ে কাছাকাছি একটি শেড বেছে নিন। খেয়াল রাখুন, মুখে মেক আপ যেন ভাল করে মেশে। মুখের খুঁত ঢাকতে বেশি করে প্রসাধনী ব্যবহার করবেন না। মুখ খুব সাদাটে হয়ে গেলে মোটেই ভাল দেখাবে না।

২) নজর দিন চোখে

ঠোঁটের রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে করুন চোখের মেক আপ। শুধু লাইনার না পরে করতে পারেন স্মোকি আই। আইশ্যাডো হবে ম্যাট ফিনিস। চাইলে আইশ্যাডোর বদলে ব্যবহার করতে পারেন আই পেন্সিল।

৩) ভ্রুজো়ড়ার খেয়াল

শুধু চোখ এঁকে ছেড়ে দেবেন নাকি? যে ব্রাশ দিয়ে স্মোকি আই করলেন, সেই তুলিটিই আলতো করে বুলিয়ে দিন নিন ভুরু যুগলে।

৪) কনট্যুর

গালের হা়ড় বরাবর কনট্যুর করার সময় মাথায় রাখুন তার রং। খুব গাঢ় রঙের ব্লাশ-অন ব্যবহার করবেন না।

৫) হাইলাইটার

সব শেষে হাইলাইটার ব্যবহার করবেন তো? না, তার চেয়ে বরং মেক আপের শুরুতেই ব্যবহার করুন স্ট্রোব ক্রিম বা ফেস সিরাম।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Make Up Tips
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE