Advertisement
E-Paper

ঘন, কালো, নিখুঁত আকৃতির ভ্রু, পেনসিল দিয়ে না এঁকে ৫ কৌশলে প্রাকৃতিক ভাবে সুন্দর করে তুলুন

অল্প যত্নেই ভ্রু হয়ে উঠতে পারে মুখের সবচেয়ে নজরকাড়া অংশ। আর এ জন্য কোনও বাড়তি খরচের প্রয়োজন নেই, শুধু সচেতনতা আর নিয়মিত যত্নই যথেষ্ট।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫ ১৩:২৭
৫ উপায়ে নিজের ভ্রুযুগলকে ঘন করে তুলুন।

৫ উপায়ে নিজের ভ্রুযুগলকে ঘন করে তুলুন। ছবি: সংগৃহীত।

কেবল চোখ নয়, মুখের সৌন্দর্য ফুটিয়ে তুলতে ভ্রুর ভূমিকা অপরিসীম। ভ্রু যদি অগোছালো হয়, তবে পুরো সাজই ম্লান মনে হয়। কিন্তু সামান্য কিছু কৌশল মেনে চললেই ভ্রু হয়ে উঠতে পারে মুখের সবচেয়ে আকর্ষণীয় অংশ।

৫ উপায়ে নিজের ভ্রুযুগলকে ঘন করে তুলুন—

১) নিজের মুখের সঙ্গে মানানসই:

ট্রেন্ড নয়, ভরসা রাখুন আপনার মুখের গঠনের উপর। কোথা থেকে ভ্রু শুরু হবে, কোথায় বাঁক নেবে আর কোথায় শেষ হবে, একটি সাধারণ কলম দিয়েই মেপে নেওয়া যায়। এ ভাবে ভ্রু অস্বাভাবিক দেখাবে না ও মানানসই হবে।

২) ভরাট করুন, আঁকবেন না:

ভ্রুর ফাঁকা জায়গায় হালকা স্ট্রোক দিতে পারেন ভ্রু আঁকার পেনসিল দিয়ে। এতে ঘন হয়ে উঠবে ভ্রু। পরে ব্রাশ দিয়ে ছড়িয়ে নিলে ভ্রু সুন্দর হবে। পুরো ভ্রু আঁকলে অনেক সময়ে অস্বাভাবিক দেখায়।

৩) দু’ধার সুন্দর করুন:

ভ্রুর উপরের ও নীচের অংশে অল্প কনসিলার ব্যবহার করুন। সামান্য ব্লেন্ড করলেই ভ্রুর আকৃতি আরও পরিষ্কার ও গোছানো দেখাবে।

৪) অযথা লোম তুলবেন না:

অতিরিক্ত প্লাক করলে ভ্রু সরু যায়। স্নানের পর নরম ভ্রু ব্রাশ করে শুধু বাড়তি লোমগুলি নিজে ছেঁটে ফেললেই ভাল।

৫) ভ্রুর জন্য সঠিক খাদ্যাভ্যাস

প্রতি দিন একটু তেল দিয়ে মাসাজ করলে ভ্রু ঘন হয়। সঙ্গে রাখুন স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। শাকসব্জি, বাদাম, মাছ, ডিম এবং পর্যাপ্ত জল পান করা উচিত। শরীরের ভিতর থেকে যত্ন নিলেই ভ্রুর আসল সৌন্দর্য ফুটে উঠবে।

অল্প যত্নেই ভ্রু হয়ে উঠতে পারে মুখের সবচেয়ে নজরকাড়া অংশ। আর এ জন্য প্রয়োজন নেই কোনও বাড়তি খরচের, শুধু সচেতনতা আর নিয়মিত যত্নই যথেষ্ট।

Thick Eyebrow Plucking Eyebrows Eyebrow Beauty Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy