চোখের পল্লব ঘন না হলে তাকে ঘন দেখানোর অনেক কৃত্রিম উপায় আছে ঠিকই। তবে প্রাকৃতিক সৌন্দর্য সব সময়েই কৃত্রিমতার থেকে ভাল। চোখের পাতা প্রাকৃতিক ভাবে ঘন করারও উপায় আছে। তার জন্য কোনও ক্লিনিকে যেতে হবে না। বাড়িতেই ঘরোয়া কিছু উপায় পরীক্ষা করে দেখতে পারেন। তাতে চোখের পল্লবের ঘনত্ব বাড়বে। চোখ দেখাবেও সুন্দর।
তবে মনে রাখতে হবে, চোখের কাছে কিছু ব্যবহার করার সময় সাবধান হতে হবে। যাতে তা চোখের ভেতরে গিয়ে অস্বস্তি বা সমস্যা তৈরি না করে।
ক্যাস্টর অয়েল
ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিনে সমৃদ্ধ এই তেল চোখের পল্লব ঘন করতে পারে। রাতে ঘুমোতে যাওয়ার আগে একটি পরিষ্কার মাস্কারা ব্রাশ বা কটন বাডে সামান্য ক্যাস্টর অয়েল নিয়ে চোখের পল্লবের গোড়ায় হালকাভাবে লাগান। সকালে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।
নারকেল তেল
এতে থাকা ফ্যাটি অ্যাসিড পল্লবে থাকা প্রোটিনের খেয়াল রাখে। ফলে চোখের পল্লব পড়ে যায় না। রাতে পরিষ্কার পল্লবে অল্প নারকেল তেল লাগিয়ে সকালে ধুয়ে ফেলতে পারেন।
আরও পড়ুন:
ভিটামিন ই তেল
ভিটামিন ই ক্যাপসুল থেকে তেল বের করে হালকা হাতে চোখের পল্লবে লাগানো যেতে পারে। এটি পল্লবের গোড়া মজবুত রাখতে সাহায্য করে।
অ্যালোভেরা জেল
অ্যালোভেরা জেলে থাকা ভিটামিন এবং খনিজ পল্লবের গোড়া মজবুত করে। নতুন পল্লব গজাতেও সাহায্য করে। তাজা অ্যালোভেরা জেল রাতে পল্লবে লাগিয়ে সকালে ধুয়ে ফেলুন।
তেলের মাস্ক
ক্যাস্টর অয়েল, নারকেল তেল এবং ভিটামিন ই তেল এক সঙ্গে মিশিয়ে চোখের পল্লবে লাগিয়ে নিন।