Advertisement
২১ মার্চ ২০২৩
Beauty

Makeup Tips for Small Eyes: চোখ ছোট ক্ষতি নেই, কায়দা করে সাজিয়ে নিলেই হল!

রূপটান বিশেষজ্ঞদের মতে, চোখ যদি বড় হয় তাহলে রূপটান অনেক বেশি করে ফুটে ওঠে।

কায়দা জানলে ছোট চোখেই নজর কাড়বেন আপনি।

কায়দা জানলে ছোট চোখেই নজর কাড়বেন আপনি। ছবি: সংগৃহীত

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৪ মার্চ ২০২২ ২০:১০
Share: Save:

রূপটানের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ চোখ। বিশেষ করে মাস্কের যুগে চোখের রূপটানের কদর আরও বেশি করে বাড়ছে। চোখের রূপটানের মধ্যে কয়েকটি বেশ জনপ্রিয়। তার মধ্যে ‘স্মোকি আইস’, ‘সানসেট আইস’, সাদা আইলাইনার আজকাল অনেকেই বেশ পছন্দ করছেন। রূপটান বিশেষজ্ঞদের মতে, চোখ যদি বড় হয় তাহলে রূপটান অনেক বেশি করে ফুটে ওঠে। তবে চোখ ছোট হলেও ক্ষতি নেই। কয়েকটি কায়দা জানলে ছোট চোখেই নজর কাড়বেন আপনি।

১) চোখের নিচে কালো দাগ থাকলে চোখ আরও বেশি ছোট লাগে। চোখের নিচের কালো দাগ ঢাকতে কনসিলারের সাহায্যে নিন। কনসিলার দেওয়ার পর এক বার ফেসপাউডারের প্রলেপ দিয়ে নিন।

২) চোখ ছোট হলে চোখের পাতার উপর সব সময় বাদামি রঙের আইশ্যাডো ব্যবহার করুন। চোখ বড় দেখাতে চোখের পাতায় কনসিলার লাগিয়ে নিন। এতে চোখের পলক বেশ বড় দেখাবে। খেয়াল রাখবেন কলসিলার যেন চোখের পাতায় না চলে যায়।

আইলাইনার পরার আগে সতর্ক হয়ে পরাই ভাল।

আইলাইনার পরার আগে সতর্ক হয়ে পরাই ভাল। ছবি: সংগৃহীত

৩) আইলাইনার লাগানোর ক্ষেত্রে সাধারণ লাইনারের চেয়ে উইংড আইলাইনার লাগান। অনেকের ধারণা ছোট চোখে মোটা করে লাইনার লাগালে বোধহয় চোখ বড় দেখায়। এটা সম্পূর্ণ নির্ভর করে কী ভাবে আইলাইনার পরা হচ্ছে তার উপর। খুব বেশি মোটা করে পরা হয়ে গেলে আবার চোখ ছোট দেখায়। আইলাইনার পরার আগে সতর্ক হয়ে পরাই ভাল।

৪) চোখ বড় দেখাতে চোখের পলকে বেশ কয়েক পরত মাস্কারা লাগিয়ে নিতে ভুলবেন না। চাইলে বড় আইল্যাশও পরতে পারেন।

৫) চোখের নিচের পলকে কালো রঙের আইশ্যাডো দিয়ে নিতে পারেন। সঙ্গে ন্যুড রঙের কোনও কাজল পরতে পারেন। চোখ বড় দেখাবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.