পুজোয় দিনভর ঘোরাঘুরি করে ত্বকে ট্যান পড়েছে? মেকআপ করে ত্বেক জ্বালাভাব, ফুস্কুড়ির সমস্যাও দেখা দেয় অনেকের। মুখের কালচে দাগছোপ তুলতে সালোঁয় যাওয়ার প্রয়োজন নেই। বাড়িতেই ত্বকের পরিচর্যা সেরে নিন। রইল কিছু উপায়।
ত্বকের ধরন ও সমস্যা অনুযায়ী সপ্তাহে এক থেকে দু’দিন ফেস-মাস্ক ব্যবহার করলে কাজ হবে ভাল। কী কী ধরনের ফেস-মাস্ক বাড়িতে বানিয়ে নিতে পারেন, তা জেনে রাখা ভাল।
কী কী ফেস-মাস্ক বানাবেন?
বিটের রস ও মুলতানি মাটি
ত্বক যদি খুব তৈলাক্ত হয়, তাতে ব্রণ-ফুস্কুড়ির আধিক্য থাকে তা হলে বিটের রস ও মুলতানি মাটি দিয়ে তৈরি করে নিন ফেস-প্যাক। ২ চামচ মুলতানি মাটির সঙ্গে ৩ চামচ বিটের রস ভাল করে মিশিয়ে মুখে মাখতে হবে। মিশ্রণটি শুকিয়ে গেলে ঈষদুষ্ণ জল দিয়ে হালকা হাতে মালিশ করে মাস্কটি তুলে ফেলতে হবে। ত্বক শুষ্ক লাগলে ময়েশ্চারাইজ়ার মেখে নিতে পারেন।
আরও পড়ুন:
পাকা কলার মাস্ক
সবচেয়ে সহজ মাস্ক এটি। পাকা কলা ভাল ভাবে চটকে নিন বা মিক্সারে ঘুরিয়ে একটি লেই তৈরি করুন। তার পরে তা মুখে লাগান। চাইলে এতে সামান্য বেসন দিতে পারেন। কলায় রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বি। যা ত্বকের গভীরে প্রবেশ করে আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। অন্য দিকে বেসনে থাকা পুষ্টিগুণ ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে।
মধু-অ্যালোভেরা জেল
১ চামচ মধুর সঙ্গে মিশিয়ে নিন অ্যালোভেরা জেল। মাস্কটি ভাল করে মুখে ঘাড়ে, এবং যে সব জায়গায় কালচেভাব আছে, লাগিয়ে রাখুন। ১০-১৫ মিনিট পর ঠান্ডা জল দিয়ে মাস্কটি ধুয়ে ফেলুন। আপনার পছন্দের ময়েশ্চারাইজ়ার দিয়ে বা অ্যালোভেরা জেল দিয়ে মুখে মালিশ করে নিন।