বাড়ি থেকে কাজ। তার মানে প্রায় সারা দিনই কম্পিউটারের সামনে। না হলে থাকতে হচ্ছে ফোনে। সব মিলে চোখের উপর চাপ পড়ছে বেশ। আর চাপ বাড়ছে মনের উপরও। কিন্তু দিনের শেষে আয়নার সামনে গিয়ে দাঁড়াতে আর ইচ্ছা করে না। তত ক্ষণে চোখের তলার কালো দাগ যেন আরও ঘন হয়ে গিয়েছে।
এ নিয়ে মন খারাপ না করে ঘরোয়া উপায়েই নিজের যত্ন নেওয়া যেতে পারে। তাতেই কমবে চোখের তলায় কালি পড়ে যাওয়ার সমস্যা।
কী কী করতে পারেন?