হাতের নখ সুন্দর করে সাজাতে চান সকলেই। কিন্তু অফিস থেকে বাড়ি— যাবতীয় প্রাত্যাহিক কাজ করতে যেহেতু একমাত্র হাতই ভরসা, তাই সব সময়ে হাতের পরিচর্যা করা সম্ভব হয় না। তা ছাড়া, নানা ব্যস্ততায় সব সময়ে পার্লারে যাওয়ার সময় করেও উঠতে পারেন না অনেকে। আজকাল ‘নেল এক্সটেনশন’ পদ্ধতি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে মহিলাদের মধ্যে। কিন্তু এটি করতে সময় লাগে। তবে সঠিক পদ্ধতি জানলে বাড়িতেও করতে পারেন।
প্রথমে ভাল করে নখ পরিষ্কার করে নিন। নখের ভিতরে এবং বাইরে যেন ময়লা না থাকে। অনেক সময়ে নখে অর্ধেক ওঠা নেলপলিশ থেকে যায়। নেলপলিশ রিমুভার দিয়ে সেগুলি ভাল করে পরিষ্কার করে নিন।
২) নখ পরিষ্কার করা হয়ে গেলে নখের উপর নেলপলিশের প্রথম প্রলেপটি দিন।