Advertisement
E-Paper

সাদা রং ভালবাসেন? পুজোয় সাদা পরেও জমকালো সাজবেন কী করে, শিখিয়ে দিলেন বিদ্যা বালন

পুজোর শাড়ি কিনতে বেরিয়ে পাঁচটির মধ্যে তিনটিই সাদা শাড়ি কিনে বাড়ি ফেরেন— এমন মানুষ কম নেই। বিদ্যার থেকে তাঁরা শিখে নিতে পারেন আপাত সাদাসিধে সাদা শাড়িকে কেতাদুরস্ত করে তোলার পাঠ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৩০

ছবি : সংগৃহীত।

পুজো শুরু হয়ে গিয়েছে বিদ্যা বালনের। রবিবার থেক শুরু হয়েছে দেবীপক্ষ। আর বিদ্যা দেবীপক্ষের প্রথম দিন থেকেই শুরু করে দিয়েছেন সাজগোজ। ইনস্টাগ্রামে সেই সাজের ছবিও পোস্ট করেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নায়িকা।

ছবিতে অভিনেত্রীকে দেখা যাচ্ছে দুধরঙা জমির একটি সিল্কের কাসাভু শাড়িতে। তাতে চওড়া সোনালি পাড়। শাড়িটি একাই নজর টানার জন্য যথেষ্ট। তবে তার আকর্ষণ আরও বেড়েছে বিদ্যার পরনে। শাড়িটির সঙ্গে বেশ যত্ন করে সেজেছেন অভিনেত্রী। তবে সেজেছেন অল্পই। ঐতিহ্যবাহী শাড়ির সঙ্গে পরেছেন ফিতের মতো স্ট্র্যাপ দেওয়া দুধসাদা রঙের ব্লাউজ়। গলায় গয়না নেই। কানের দুল বলতে মাঝারি মাপের দু’টি সোনালি ফুল। একটি হাত ফাঁকা। অন্যটিতে সাদা-সোনালি রং মিলন্তির কাচের চুড়ি। এর সঙ্গে কপালে লাল টিপ আর ঠোঁটে লালচে ওষ্ঠরঞ্জনী। ভারী গয়না আর বাড়তি মেক আপ ছাড়াও যে জমকালো সাজা যায়, বিদ্যার এই সাদা শাড়ি আর নামমাত্র গয়নার সাজ দেখে তা বোঝা যায়।

দুর্গাপুজো বাঙালির সবচেয়ে বড় উৎসব হলেও গোটা ভারতেই এই সময় দেবীপক্ষের উদ্‌যাপন হয়। মহালয়ার পরের দিন থেকে ন’দিন ধরে উৎসব চলে বলে নাম নবরাত্রি। শেষ দিনে বাঙালির বিজয়াদশমীর মতোই হয় বাকি ভারতে পালিত হয় দশেরা। বিদ্যার সাজগোজ সেই নবরাত্রির প্রথম দিন উপলক্ষেই। যা এই পুজোয় বঙ্গের শৌখিনীদেরও সাজের অনুপ্রেরণা হতে পারে।

বিদ্যা সাদা শাড়ি পরতে ভালবাসেন। বাঙালি মহিলারাও পুজোর একটা দিন অন্তত সাদা শাড়ি পরেন। আবার এমনও অনেক শৌখিনী রয়েছেন, যাঁদের সাদা ছাড়া কোনও রং ভাল লাগে না। দুর্গাপুজো উপলক্ষে শাড়ি কিনতে বেরিয়েও তারা পাঁচটির মধ্যে তিনটিই সাদা শাড়ি কিনে বাড়ি ফেরেন। বিদ্যার থেকে তাঁরা শিখে নিতে পারেন আপাত সাদাসিধে সাদা শাড়িকে কেতাদুরস্ত করে তোলার পাঠ।

ষষ্ঠী থেকে দশমী— পাঁচ দিনই যদি কেউ সাদা শাড়ি পরতে চান, তিনি কেমন সাজতে পারেন? বিদ্যার কয়েকটি সাদা শাড়ির সাজ দেখে নিতে পারেন।

ষষ্ঠী

ষষ্ঠীর দিন একটু হালকা সাজ। তবে তাতে কায়দা কোনও ভাবে কম থাকলে চলবে না। বিদ্যা যে শাড়িটি পরেছেন সেটি একটি পকেট শাড়ি। হলুদ মাঠা পাড়ে সবুজের রুলি। তবে পকেটটিকে রয়েছে কলমকারি নকশায় এক যক্ষ্মীর মাথা। হলুদ গলা বন্ধ ব্লাউজ়ের সঙ্গে হালকা অক্সিডাইজ় গয়না দিয়ে শাড়িটি স্টাইল করেছেন বিদ্যা। ষষ্ঠীর সন্ধ্যায় এমন একটি সাজ হালকা হলেও কেতাদুরস্ততায় ১০-এ ১০ পাবে।

সপ্তমী

ধীরে ধীরে জমকালো হচ্ছে পুজো। আর সেই ক্রমশ জমে উঠতে থাকা উৎসবের সঙ্গে তাল মেলাতে বিদ্যার মতো সাদা-কালোর রং মিলন্তি বেছে নিতে পারেন। সাদা সিল্কের শাড়িতে রুপোলি আর রঙিন সুতোর ছোট ছোট মোটিফ ছড়িয়ে আছে জমি জুড়ে। বিদ্যা সেই শাড়ি পরেছেন কালো স্লিভলেস বন্ধগলা ব্লাউজ়ের সঙ্গে। এর সঙ্গে গয়না পরেছেন জমকালো। গলায় বড় অক্সিডাইজ়ড হার আর হাতে বেশ কয়েকটি একই ধরনের কালচে রুপোলি বালা।

অষ্টমী

বিদ্যার এই শাড়ি খাস বাংলার তাঁতে বোনা। বাঙালি শিল্পীর হাতে। সাদার উপর ম্যাট গোল্ড রেশম সুতোয় বোনা রেশম জামদানি। বিদ্যা আবার সেই শাড়ি কিনেছেন বিশ্ববাংলার শোরুম থেকে। শাড়ির নকশার সুতোর সঙ্গে মিলিয়ে ম্যাট গোল্ড রঙেরই লম্বা হাতা ব্লাউজ় পরেছেন বিদ্যা। টেনে বাঁধা চুল, গাঢ় লিপস্টিক আর হালকা কুন্দনের গয়নায় সাদা শাড়িতও বিদ্যার সাজ দেখাচ্ছে জমকালো। অষ্টমীর রাতে এমন সাজলে ভিড়ের মধ্যে নজর কাড়বেই।

নবমী

পুজো শেষ হওয়ার আগের রাত। তাই আনন্দে মিশে বিষাদ। এ দিনও সাদা শাড়ি পরতে চাইলে বিদ্যার মতো লখনউ চিকনকারির শাড়িটি বেছে নিতে পারেন। বিদ্যা শাড়িটি পরেছেন একই রঙের একটি শর্ট স্লিভস চোলি কাটের ব্লাউজ় দিয়ে। সঙ্গে পরেছেন হালকা ঝোলা দুল। নবমীর জন্য এই সাজ হালকা মনে হলে আপনি কানের দুলের আকার বাড়িয়ে নিতে পারেন। কিংবা দুলটি আরও ছোট পরে গলায় পরে নিতে পারেন একটি মাননসই জমকালো হার।

দশমী

দশমীতে দেবীবরণ, সিঁদুর খেলা। লালপাড় সাদা শাড়ি ছাড়া অন্য কিছু মানায় না। বিদ্যা সেই লাল শাড়ি পরেছেন সাদাসিধে লম্বা হাতা ব্লাউজ় দিয়ে। খোলা চুল, লাল টিপ আর লাল লিপস্টিকে সাজ শেষ। গয়না পরেছেন কানে আর হাতে। অক্সিডাইজ়ড ঝুমকোর সঙ্গে ম্যাচ করে একই ধরনের মোটা হাতবালা।

How to Style a White Saree Vidya Balan Puja Special 2025 Durga Puja 2025
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy