Advertisement
E-Paper

আইশ্যাডো দিয়ে নখসজ্জা! ঘরোয়া উপায়ে নখ সাজানোর কৌশল এখন জনপ্রিয়, কী ভাবে করবেন

নখ সাজানোর নতুন এক চল নিয়ে হইচই। আইশ্যাডো দিয়ে নখসজ্জা। বিষয়টি বেশ সাশ্রয়ী এবং সহজও।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৬ ১২:৪৭
আইশ্যাডো দিয়ে নখসজ্জার উপায় শিখে নিন।

আইশ্যাডো দিয়ে নখসজ্জার উপায় শিখে নিন। ছবি: সংগৃহীত।

গত কয়েক বছর ধরে ‘নেলআর্ট’-এর রমরমা। একটু শক্তপোক্ত কৃত্রিম নখ আঠা দিয়ে সাঁটিয়ে দেওয়া হচ্ছে নিজস্ব নখের উপরে। তার উপর করা হচ্ছে কারুকাজ। কখনও শুধু নখরঞ্জনী দিয়ে, কখনও বা সেই নখ অলঙ্কৃত করা হচ্ছে।

তবে নখ সাজানোর নতুন এক চল নিয়ে শুরু হয়েছে হইচই। আইশ্যাডো দিয়ে নখসজ্জা। বিষয়টি বেশ সাশ্রয়ী এবং সহজও। বাড়িতে অনেক সময় পুরনো আইশ্যাডো প্যালেট পড়ে থাকে। মেয়াদ উত্তীর্ণ হলে সেগুলি ফেলে দেওয়া হয়। আবার কখনও আইশ্যাডো প্যালেটের অনেক রং ব্যবহারই করা হয় না। সেই আইশ্যাডো আর ঘরে থাকা নখরঞ্জনীর মিশেলেই তৈরি হচ্ছে নতুন এক শিল্পকর্ম। আর তাতেই মেতেছে নতুন প্রজন্ম।

কেন জনপ্রিয় হচ্ছে

প্রথমত, গতানুগতিক নেল আর্ট বা নখ সাজানোর কায়দার চেয়ে এটি ভিন্ন।

দ্বিতীয়ত, যে কেউ এটি বাড়িতেই করতে পারেন, অতিরিক্ত খরচ ছাড়াই।

তৃতীয়ত, বিষয়টিতে অভিনবত্ব রয়েছে। যে কোনও নতুন বিষয়ই মানুষের কাছে আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।

চতুর্থত, নেল আর্টের নয়া পন্থাটি ভীষণ সহজ। খুব বেশি কারিকুরির দরকার পড়ে না বলে যে কেউই তা করতে পারেন।

পঞ্চমত, একেবারেই নিজের পছন্দমতো শিমার, রং ব্যবহার করা যায়। প্যালেটে অনেক রং থাকে বলে বৈচিত্রও বেশি।

আইশ্যাডো দিয়ে নখ সাজানোর কৌশল

• স্বচ্ছ বা হালকা রঙের নেলপলিশ পরে নিন।

• একটু শুকিয়ে গেলে মেটালিক, শিমার বা পছন্দের যে কোনও আইশ্যাডো তুলির সাহায্যে বা কাঠি দিয়ে গুঁড়ো করে নিয়ে নখের উপরে ছড়িয়ে দিন। একটি স্পঞ্জের সাহায্যে আলতো চাপে তা নখের উপর বসিয়ে দিন।

• একদম শেষে থাকবে টপ কোট বা স্বচ্ছ নেলপালিশের পরত।

কত দিন থাকবে?

দৈনন্দিন কী ধরনের কাজ করেন, বাসন মাজার মতো কাজ করতে হয় কি না, তার উপরে নির্ভর করবে নেলপলিশ কত দিন নখে স্থায়ী হবে?

Nail Art
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy