চাল ভেজানো জল। তা নিয়ে হইচই। কারণ, কোরিয়ানরা তা দিয়েই রূপচর্চা করেন। শুধু চালের জল নয়, ভাতের ফ্যান দিয়েও কেশচর্চার পন্থা বেশ পুরনো। চালের গুণেই চুল হয় লম্বা-সুন্দর।
তবে চাল ভেজানো জল নয়, ভাত দিয়ে তৈরি হতে পারে ক্রিমের মতো মাস্ক। বানানোও ভীষণ সহজ। সপ্তাহে এক দিন করে মাখলেই রুক্ষ ভাব দূর হবে। চুল হবে ঘন, মোলায়েম, স্বাস্থ্যোজ্জ্বল।
আরও পড়ুন:
এক কাপ ভাতের সঙ্গে ২ টেবিল চামচ অ্যালো ভেরা জেল এবং ১ টেবিল চামচ নারকেল তেল দিয়ে মিক্সারে ঘুরিয়ে নিন। সাদা ক্রিমের মতো মিশ্রণ তৈরি হবে। চুল ভীষণ রুক্ষ হলে যোগ করতে পারেন নারকেলের দুধ এবং ভিটামিন ই ক্যাপসুলের মধ্যস্থ তরল।
শ্যাম্পু করার পর তোয়ালে দিয়ে চুল মুছে ভিজে অবস্থায় স্পা ক্রিমের মতো মাথার ত্বক থেকে আগায় তা লাগিয়ে নিন। হালকা হাতে মাসাজ করুন। মিনিট ২০-৩০ রেখে শ্যাম্পু করে চুল ধুয়ে নিন।
চালের পুষ্টিগুণে চুল শুধু মজবুত হবে না, লম্বাতেও বাড়বে।