Advertisement
E-Paper

টাক পড়া আটকাবে অলিভ অয়েল, কী ভাবে ব্যবহার করবেন? স্নানের আগে না পরে?

মাথায় নিয়ম করে অলিভ অয়েল মাখলেই কি চুল পড়া বন্ধ হবে? টাক পড়া ঠেকাতে অলিভ অয়েল খুবই কার্যকরী বটে, তবে ব্যবহার করতে হবে নিয়ম মেনে। রইল তেমনই কয়েকটি পদ্ধতি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ জুন ২০২৫ ১৭:৪১
How to use Olive Oil to regrow hair on bald patches

অলিভ অয়েল কী ভাবে মাখলে টাকে চুল গজাবে? ছবি: ফ্রিপিক।

কোথায় মাথাভরা চুল থাকবে, সে জায়গায় মাথাজোড়া টাক! এই সমস্যা এখন অনেকেরই। যতই যত্ন করুন না কেন, চুল ঝরতে শুরু করলে তাকে ঠেকাবে কার সাধ্য। মাথাভর্তি টাক আর কে চায়! কিন্তু না চাইতেও অনেক সময় মাথায় টাক পড়ে যায়। সেটা যে কতটা মানসিক যন্ত্রণার কারণ হয়ে ওঠে, যাঁরা ভুক্তভোগী, শুধু তাঁরাই জানেন। টাক নিয়ে নাজেহাল হয়ে কেউ পরেন পরচুলা পরার, আবার কেউ একেবারে কেশ প্রতিস্থাপনের সিদ্ধান্ত নিয়ে ফেলেন। এই প্রতিস্থাপনের প্রক্রিয়াটি যথেষ্টই যন্ত্রণাদায়ক এবং খরচসাপেক্ষও বটে। তবুও মাথাভরা চুলের লোভ থাকলে, সে যন্ত্রণাকে জলাঞ্জলিই দেন অনেকে। আর যদি এই সব অস্ত্রোপচারের ইচ্ছা না থাকে, কিন্তু টাক পড়াও আটকাতেও চান, তা হলে একটি উপায় আছে।

টাক পড়া ঠেকাতে নানা রকম ঘরোয়া প্রতিকারের কথা শোনা যায়। ইন্টারনেটে খোঁজাখুঁজি করলে হাজার রকম পদ্ধতি পেয়ে যাবেন মুহূর্তের মধ্যে। তবে কোনটি ভাল আর কোনটি নয়, তা বোঝা অত সহজ নয়। সে কাজটিই সহজ করে দিয়েছেন চিকিৎসকেরা। টাকে নতুন চুল গজাতে সাহায্য করবে অলিভ অয়েল। এই তেল অনেকের বাড়িতেই থাকে। তবে ব্যবহারের নিয়ম জানা চাই। সঠিক পদ্ধতিতে তেল মাখলে তবেই মাথাভরা চুলের ঢেউ খেলবে।

টাকের ব্যাপারে বুঝতে গেলে চুলের গোড়ার কথা একটু জানতে হবে। জন্মের সময় মানুষের মাথার ত্বকে প্রায় এক লক্ষ চুলের গোড়া বা হেয়ার ফলিকল থাকে। একটি চুলের জীবনচক্রের তিনটি দশা। প্রথম তিন বছর হল অ্যানাজেন দশা। নতুন চুল বেড়ে ওঠার সময়। এর পরে ২-৪ সপ্তাহের একটা স্বল্পস্থায়ী পর্যায় হল ক্যাটাজেন। এর পরে ৩-৪ মাসের টেলোজেন দশা শেষ করে চুল পড়ে যায়। আবার নতুন চক্রের চুল এসে শূন্যস্থান পূরণ করে। কিন্তু এই চক্রটা যদি এলোমেলো হয়ে যায়, তখন চুল পড়া আর নতুন চুল গজানোর মধ্যে ভারসাম্য নষ্ট হয়ে যায়। পরিণতিতে টাক পড়তে থাকে। অলিভ অয়েল এই প্রক্রিয়াটিই ধরে রাখতে সাহায্য করবে।

কী ভাবে মাখবেন অলিভ অয়েল?

মাথায় তেল থাক রাতভর

অলিভ অয়েল ভাল করে চুল ও মাথার তালুতে মালিশ করতে হবে দশ মিনিট ধরে। তার পর কিন্তু মাথায় জল দেবেন না। সারা রাত যেন তেল থাকে মাথায়। সকালে শ্যাম্পু করে নিলেই হবে।

ডিমের সঙ্গে মিলমিশ

ডিমের কুসুমের সঙ্গে ২ চামচ অলিভ অয়েল মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণ মাথায় মেখে থাকবে হবে ২০ মিনিট। তার পর শ্যাম্পু করতে হবে।

অলিভ অয়েলের সঙ্গে অ্যালো ভেরা

অ্যালো ভেরা এমনিতেই চুলের জন্য ভাল। ভিটামিন ও অ্যান্টিঅক্সিড্যান্ট সমৃদ্ধ অ্যালো ভেরার সঙ্গে যখন অলিভ অয়েল মিশে যাবে, তখন তার পুষ্টিগুণ আরও বাড়বে। এই মিশ্রণ সপ্তাহে তিন দিন ব্যবহার করলেই চুল পড়া বন্ধ হবে।

শ্যাম্পুর আগে

শ্যাম্পু করার ৩০ মিনিট আগে চুলে অলিভ অয়েল মালিশ করে নিন। এতে শ্যাম্পু করার সময়ে চুল উঠবে না। চুলের গোড়াও নষ্ট হবে না।

অলিভ অয়েলর সঙ্গে মধু

এই যুগলবন্দি বেশ উপকারী। যেমন ত্বকের জন্য, তেমনই চুলের জন্য। মধুর আছে অ্যান্টিব্যাক্টেরিয়াল গুণ। অলিভ অয়েলের সঙ্গে মধু মিশিয়ে চুলে মালিশ করলে, চুলের ঘনত্ব বাড়বে। মাথার ত্বকে সংক্রমণ হবে না, ফলে চুলের গোড়াও নষ্ট হবে না।

স্নানের পরে

স্নানের আগেই তেল মাখার অভ্যাস কমবেশি সকলেরই। তবে অলিভ অয়েল যদি স্নানের পরে ভিজে চুলে কয়েক ফোঁটা মেখে নেওয়া যায়, তা হলে চুল পড়া বন্ধ হবে অল্প দিনেই। টাক পড়া ঠেকাতে এটি খুব কার্যকরী টোটকা হতে পারে।

Olive Oil Hair Fall Problem
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy