ভ্যাপসা গরম হোক বা বৃষ্টি— বাইরে বেরোতেই হবে। আর প্রতি দিন যাঁদের বাইরে বেরোতে হয়, তাঁদের ত্বকে ‘ট্যান’ পড়বেই। রোদে পোড়া দাগছোপ তুলতে সাঁলোতে গিয়ে গাঁটের কড়ি খসিয়ে ‘ডি-ট্যান’ করেন অনেকেই। অথবা দামি কোনও ফেসিয়াল। মুখ ও ত্বকের কালো দাগ ও ছোপ কমানোর জন্য বাজারচলতি প্রসাধনী যদি ব্যবহার করতে না চান, তা হলে ভরসা রাখতে পারেন আঙুরে। ফলটি খেতেও যতটা সুস্বাদু, ত্বকের স্বাস্থ্যের জন্য ততটাই উপকারী। আঙুর দিয়েও যে ত্বকের পরিচর্যা করা যায়, তা জানেন না অনেকেই।
আঙুরে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, বি৬ এবং ফোলেট থাকে, যা ত্বকের কোষের জন্য অপরিহার্য। ত্বকের ঔজ্জ্বল্য ধরে রাখতেও আঙুর খুব উপকারী। তাই খাওয়ার পাশাপাশি ত্বকের যত্ন নিতে মাখতেও পারেন আঙুর।
আঙুর কী ভাবে ব্যবহার করলে উপকার পাবেন?
ফেসিয়াল স্ক্রাব
কয়েকটি আঙুর নিয়ে ভাল করে পিষে নিন। এর সঙ্গে মধু মিশিয়ে মুখে, হাতে মালিশ করতে হবে। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে তিন দিন ব্যবহার করলে ত্বকের মৃতকোষ উঠে যাবে। কালচে দাগছোপও দূর হবে।
আরও পড়ুন:
আঙুরের রসের টোনার
আঙুর মিক্সিতে পিষে নিয়ে রস করে নিন। এর সঙ্গে গোলাপ জল মিশিয়ে স্প্রে বোতলে ভরে নিন। রোদে বেরনোর আগে মুখে স্প্রে করে নিলে ট্যান পড়বে না।
ফেস-মাস্ক
সবুজ আঙুরগুলি ভাল করে ধুয়ে একটি পাত্রে চটকে নিয়ে তার সঙ্গে দই মিশিয়ে মুখে মাখতে পারেন। শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে জল দিয়ে মুখ ধুয়ে নিন। সপ্তাহে দু’দিন করে মাখলে ত্বকের সংক্রমণ অনেকটা কমতে পারে।
আঙুর-অ্যালো ভেরা
আঙুর চটকে নিয়ে তার সঙ্গে অ্যালো ভেরা জেল মিশিয়ে নিন। এই প্যাক মেখে ১৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। সপ্তাহে তিন দিন ব্যবহারে ব্রণর সমস্যা কমে যাবে।