চুল ঝরা, খুশকি, চুলের আগা ফাটা— চুল নিয়ে হাজার সমস্যা লেগেই থাকে। এর মধ্যেই রয়েছে অকাল পক্কতা। আজকাল বয়স নির্বিশেষে অনেকের মাথাতেই সাদা চুল দেখতে পাওয়া যায়। মাথায় সাদা চুল দেখা দিলে অনেকেই চিন্তায় পড়ে যান। দূষণ, ধুলো-বালি, মাত্রাতিরিক্ত রাসায়নিক পদার্থ যুক্ত প্রসাধনী ব্যবহার করার ফলে অনেক সময়ে চুল পেকে যাওয়ার সমস্যা দেখা দেয়। তা ছাড়াও রোজের কিছু অভ্যাসেও অকাল পক্কতার সমস্যা বাড়তে পারে।
সাদা চুল দেখা দিলে কোন কাজগুলি করবেন না?
১) সাদা চুল দেখা দিলে ঘন ঘন শ্যাম্পু করার অভ্যাস ত্যাগ করুন। শ্যাম্পুতে থাকা রাসায়নিক পাকা চুলের সংখ্যা বাড়ায়।