আবার ৩০০-রও বেশি পথকুকুরকে খুনের অভিযোগ উঠল তেলঙ্গানায়! বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে তাদের হত্যা করা হয়েছে বলে অভিযোগ। ফলে সব মিলিয়ে গত দু’সপ্তাহে তেলঙ্গানায় খুন হওয়া পথকুকুরের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯০০। খবর প্রকাশ্যে আসতেই তদন্তে নেমেছে পুলিশ। দু’জনের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে।
সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন সূত্রে খবর, সাম্প্রতিকতম ঘটনাটি ঘটেছে জাগতিয়াল জেলার পেগাদাপল্লি গ্রামে। গত ২২ জানুয়ারি বিষয়টি প্রকাশ্যে আসে। রাতারাতি গ্রামের ৩০০-রও বেশি কুকুর উধাও হয়ে যাওয়ায় সন্দেহ হয় গ্রামবাসী ও পশু অধিকার কর্মীদের। অভিযোগ, ডিসেম্বরে পঞ্চায়েত নির্বাচনের আগে দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে গ্রামের সরপঞ্চ এবং পঞ্চায়েতের সম্পাদকের নির্দেশে এই কাজ করা হয়েছে। ওই দু’জন-সহ আরও অনেকের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন:
অভিযোগ, কুকুরদের বিষাক্ত ইঞ্জেকশন দেওয়ার জন্য পেশাদার কয়েক জনকে ভাড়া করা হয়েছিল। পুলিশ ইন্সপেক্টর কিরণ জানিয়েছেন, গ্রামের বাইরের একটি এলাকা থেকে মাটি খুঁড়ে ৭০-৮০টি কুকুরের দেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, তিন-চার দিন আগেই দেহগুলি পুঁতে দেওয়া হয়। বিশদ জানতে দেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
সম্প্রতি তেলঙ্গানার তিন জেলায় ৫০০-রও বেশি পথকুকুরকে খুনের ঘটনা প্রকাশ্যে এসেছে। দিন তিনেক আগে হায়দরাবাদ থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে রঙ্গারেড্ডি জেলায় আরও শ’খানেক পথকুকুরকে বিষ প্রয়োগ করে খুন করা হয়েছে বলে অভিযোগ ওঠে। সেই আবহে নতুন করে ৩০০ কুকুরের মৃত্যুতে চাঞ্চল্য ছড়াল তেলঙ্গানায়।