রাতের দিকে বেশ ঠান্ডা, আবার দুপুরের দিকে খানিক গরম লাগছে। শীতের দিন ফুরিয়ে আসছে। মরসুম বদলের সময়ে শুষ্ক আবহাওয়ায় ত্বকের চাই বিশেষ যত্ন। ত্বকের আর্দ্রতা ধরে রাখতে ইদানীং প্রায় সব বয়সিদের মধ্যেই সিরাম মাখার চল বেড়েছে। ত্বকের সমস্যা অনুযায়ী বাজারে নানা ধরনের সিরামও পাওয়া যায়। তবে শুধু সমস্যা দেখে সিরাম নির্বাচন করা যায় না। তার জন্য নিজের ত্বকের ধরন সম্পর্কেও ধারণা থাকা চাই।
ত্বকের ধরন অনুযায়ী বেছে নিতে হয় সিরামও। বেশি তৈলাক্ত নয়, আবার বিশেষ শুষ্কও নয়, এমন ত্বকে ব্যবহার করা যাবে ভিটামিন সি আর রেটিনল সমৃদ্ধ সিরাম। আবার শুষ্ক ত্বকের জন্য হায়ালুরোনিক অ্যাসিড যুক্ত সিরাম অত্যন্ত কার্যকরী। ব্রণ থাকলে ব্যবহার করতে হয় স্যালিসাইলিক অ্যাসিড সমৃদ্ধ সিরাম। বলিরেখা, মেছেতার মতো ত্বক সংক্রান্ত বিভিন্ন সমস্যা প্রতিরোধ করার জন্য নিয়াসিনামাইড, আরবুটিন এবং ভিটামিন সি যুক্ত মতো সিরামে ভরসা রাখা যেতে পারে।
তবে কোন সিরাম কখন ব্যবহার করলে বেশি কাজ দেবে?
ভিটামিন সি: এই সিরাম সকালে এবং রাতে দু’বেলাই ব্যবহার করা যেতে পারে।
রেটিনল: ভাল ফল পেতে চাইলে এই সিরাম রাতের বেলা মুখ ভাল করে পরিষ্কার করে নিয়ে ব্যবহার করুন।
হায়ালুরোনিক অ্যাসিড: দিনের যে কোনও সময়ে এই সিরাম ব্যবহার করা যেতে পারে।
গ্লাইকোলিক অ্যাসিড: এটিও রাতের বেলা ব্যবহার করতে হবে।
নিয়াসিনামাইড: দিনের যে কোনও সময় নিজের সুবিধা বুঝে ব্যবহার করতে পারেন।