উরফি জাভেদ। ছবি: সংগৃহীত
কখনও তাঁর পরনে সাইকেলের চেন। কখনও আবার লজ্জা ঢাকেন চুল দিয়ে। এমন ভাবেই উরফি জাভেদকে দেখতে অভ্যস্ত দর্শক। তাঁকে নিয়ে বলিপাড়ায় চর্চারও শেষ নেই। পোশাকের কারণে বার বার বিতর্কে জড়িয়েছেন উরফি। খুন, ধর্ষণের হুমকিও পেয়েছেন। তবুও উরফি নাছোড়বান্দা! পোশাক নিয়ে পরীক্ষা-নিরীক্ষার উৎসাহ বিন্দুমাত্র কমেনি তাঁর। বরং দিন দিন তা শিল্পের পর্যায়ে পৌঁছে গিয়েছে। কখনও সেই শিল্প প্রশংসা কুড়িয়েছে কখনও আবার বিতর্ক তৈরি করেছে। প্রতি সপ্তাহে নিত্যনতুন পোশাক, ভাবনায় চমকে দেন অনিরাগীদের। আবারও নয়া লুকে ক্যামেরাবন্দি হলেন তিনি।
ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিয়োতে দেখা যাচ্ছে মনের সুখে পিৎজ়ায় কামড় দিচ্ছিলেন উরফি। ক্যামেরা নীচে নামতেই চোখ কপালে উঠল অনুরাগীদের। দু’টি পিৎজ়ার তিন কোনা টুকরো দিয়েই ব্রালেট তৈরি করে ফেলেছেন তিনি। টকটকে লাল রঙের লিপস্টিক, পিৎজ়া ব্রালেট আর কালো স্কার্ট— উরফির সাজ নজর কেড়েছে অনেকের। এই পোশাক দেখে এক অনুরাগী লিখেছেন, ‘লোভনীয়’।
অনেকেই অবশ্য উরফির এই কীর্তিকে ভাল চোখে দেখেননি। এক জন লিখেছেন, ‘‘খাবারের অসম্মান করছেন আপনি। আপনার লজ্জা হওয়া উচিত।’’ আর এক জন লিখেছেন, ‘‘এর পরে পিৎজ়া খাওয়ার ইচ্ছেটাই চলে গেল।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy