বর্ষায় কেন শুকিয়ে যাচ্ছে ত্বক? ছবি: সংগৃহীত।
শীতকালে ত্বক শুষ্ক থাকেই। তবে বর্ষাতেও ত্বক অত্যধিক শুকিয়ে যেতে পারে। তবে মরসুম যা-ই হোক, ত্বকের শুষ্ক ভাব দূরার আগে জানতে হবে কেন এমন হল। ত্বক কেন শুষ্ক হয়ে যাচ্ছে, সেটার কারণ যদি জানা যায়, তা হলে সমাধান অনেক সহজ হয়ে যায়। বর্ষাকালেও ঠিক কোন কারণগুলির জন্য ত্বক শুষ্ক হয়ে যেতে পারে?
১) অতিরিক্ত মুখ ধোয়ার কারণে ত্বকের স্বাভাবিক আর্দ্রতা নষ্ট হয়ে যায়।পরবর্তী বেশ কিছুক্ষণ ত্বক এমন শুষ্ক হয়েই থাকে। তাই যখন প্রয়োজন তখনই মুখ ধুয়ে নিন। ঘন ঘন মুখ ধোয়ার দরকার নেই। জল দিয়ে মুখ ধোয়ার পর ভাল করে ময়েশ্চারাইজার মেখে নিতে পারেন।
২) ত্বকের মৃত কোষ ও ময়লা দূর করতে এক্সফোলিয়েশন গুরুত্বপূর্ণ হলেও, অত্যাধিক রাসায়নিক ব্যবহারের কারণে অনেক সময় ত্বক শুষ্ক হয়ে পড়ে। তাই ত্বকে যতটা সম্ভব কম প্রসাধনী ব্যবহার করলেই ভাল। বিশেষ করে শীত এবং বর্ষায়।
৩) বর্ষায় সঠিক ময়েশ্চারাইজিং এর অভাবে ত্বক শুষ্ক হয়ে পড়ে। স্নান করার পর বা রাতে ঘুমাতে যাওয়ার আগে নিয়মিত মুখে ক্রিম বা তেল জাতীয় কিছু মেখে নিলে ত্বক কোমল থাকে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy