হতে পারে সে খুবই ছোট, তা বলে তার সাজ নিয়ে ভাবনা থাকবে না?
সরস্বতীপুজোর সঙ্গে আর পাঁচটা পুজোর তফাত বিস্তর। তাই তার সাজও অন্য রকম। দিনটা যে বিশেষ খুদে থেকে কিশোর-কিশোরী সকলের কাছেই! খুব ছোটরা কিছু বুঝুক না বুঝুক— এই পুজোর হাত ধরেই তাদের পড়াশোনার আনুষ্ঠানিক সূচনা হয়। মা সরস্বতীর সামনে ঠাকুরমশাইয়ের হাত ধরে শ্লেটে স্বরবর্ণে খড়ি বুলিয়ে ‘হাতেখড়ি’ কিন্তু স্মার্ট ফোনের যুগেও ‘মাস্ট’।
সেই দিনটিতে খুদের সাজসজ্জার বাহার থাকবে না, তা-ও কি হয়? বসন্তপঞ্চমীর এই পুজোয় থাকে বাসন্তী রঙেরই বাহার। সেই রঙেই খুদেকে সাজাতে চান? তবে একরঙা বাসন্তী শাড়ি এখন খানিক পুরনো। বদলে একাধিক পোশাকশিল্পী, বুটিক তৈরি করেছে খুদের সরস্বতীপুজোর পোশাকে নতুন নকশা, নতুন ভাবনা। সবে হাঁটতে শিখেছে যে খুদে, তার জন্যও আছে ডিজ়াইনার ব্লাউজ়, নকশা করা হলুদ ফ্রক, আর লেখাজোকা শাড়ি-পাঞ্জাবি। তার মধ্যে কোনটিতে সাজাবেন বাড়ির খুদে সদস্যকে?
পোশাকে সরস্বতীর অনুষঙ্গ
হলুদ শাড়ি, পাঞ্জাবি এবং ফ্রকে সুতোর কারুকাজে ফুটে উঠেছে পুজোর অনুষঙ্গ। ছবি: স্টুডিও কাঁচি
হাওড়ার ‘স্টুডিয়ো কাঁচি’র রিমা রায় পোশাকে জুড়েছেন সরস্বতীপুজোর অনুষঙ্গ। হাতেখড়ির দৃশ্যাবলি। খুদের জন্য লেস দেওয়া ব্লাউজ়ে বসিয়েছেন হাতে আঁকা সরস্বতী। খুদের হাকোবা ব্লাউজ়ে লেস বসিয়ে বসন্তের রঙিন ফুল জুড়েছেন তাতে। কোনও শাড়িতে বীণার সঙ্গে জুড়েছেন রবি ঠাকুরের গানের পঙ্ক্তি। শাড়ির পাড়ে আবার জায়গা পেয়েছে সরস্বতী বন্দনা। বৈচিত্র বেশি মেয়েদের পোশাকেই। তবে বাদ পড়েনি খুদের পাঞ্জাবিও। বাসন্তী রঙের জামদানি কাজের ধুতি-পাঞ্জাবির পাশাপাশি, হলুদ চওড়া পেড়ে ধুতিও রয়েছে একেবারে ছোটদের জন্য।
পাঞ্জাবিতে কেতা সঙ্গে মেখলা
মেখলা থেকে শাড়ি, খুদের জন্য সরস্বতীপুজোর পাঞ্জাবিতেও রয়েছে শৈল্পিক ভাবনা। ছবি: ঢেউ বুটিক।
কলকাতার দীর্ঘ দিনের বুটিক ‘ঢেউ’। বুটিকের তরফে বিমান পাল জানালেন, পাঞ্জাবি থেকে শাড়ি নিয়ে নতুন নতুন ভাবনা বড়দের পাশাপাশি ছোটদের পোশাকেও এনেছেন তাঁরা। হলুদ, বাসন্তী রঙের পাঞ্জাবি তৈরি হয়েছে ছোটদের জন্য। কোনওটিতে কলমকারি এবং রঙিন কাপড়ের অ্যাপ্লিক বসিয়েছেন তাঁরা, কোনওটিতে হলুদ পাঞ্জাবির উপর চেক নকশার কাপড় জুড়েছেন। বেশ অন্য রকম কেতা তাতে। খুদের পাঞ্জাবিতে রয়েছে নানা রকম রঙের বাহার আর সুতোর কাজ।
সরস্বতীপুজোর শাড়ির পাশাপাশি ব্লাউজ়েও কারিকুরি করেছেন পোশাকশিল্পীরা। নানা রকম উদ্ধৃতি জায়গা করে নিয়েছে ব্লাউজ়ের পিঠে। শাড়িতেও এনেছেন নতুনত্ব। হলুদ একরঙা শাড়ির পাড়ে জুড়েছেন গামছার অংশ। হলুদ এবং লালপেড়ে মেখলাও এনেছেন তাঁরা।
পোশাকে সরস্বতী
ফ্রকে বীণাপাণি। সরস্বতী ঠাকুরের নানা রকম ছবির ব্যবহারে, সুতোর কাজ করে ফ্রক তৈরি হয়েছে। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত।
হলুদ ফ্রক আলো করে রয়েছেন বাগ্দেবী, খুদের এমন পোশাকের রমরমা সরস্বতীপুজোর বাজারে। হলুদ কলার দেওয়া ফ্রকে আঁকা সরস্বতী। ইদানীং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রণীত সরস্বতী প্রতিমার চল হয়েছে। তেমন আদলেই ছবি আঁকা হয়েছে ফ্রকে। ফ্রক রঙিন করে তুলেছে হাকোবা কাপড়ের ফ্রিলের কাজ। সমাজমাধ্যমে অনেকেই অনলাইন ব্যবসা করেন। এমন ব্যবসায়ীদের কাছেই রয়েছে এই ধরনের পোশাকের সম্ভার।
তাঁতের স্কার্ট-ব্লাউজ়, লেহঙ্গা
বিভিন্ন ই-কার্ট সংস্থায় পাওয়া যাচ্ছে হলুদ এবং বাসন্তীরঙা লেহঙ্গা। ছবি:সংগৃহীত।
খুদের পোশাকে রয়েছে তাঁতের ছোঁয়া। তাঁতের হলুদ কাপড়ের উপর রঙিন তাঁতের বুননে নকশা। লেশের কারুকাজ এনেছে বৈচিত্র। অফ শোল্ডার ব্লাউজ়ে থাকছে আধুনিকতার ছোঁয়া। মানানসই স্কার্ট আর ওড়নায় লেসের বাহার থাকায় এমন পোশাকের বেশ দেখাবে খুদেকে। ছোটদের আরামের বিষয়টিকে মাথায় রেখে নরম বাসন্তী জামদানি কাপড় দিয়েও তৈরি হয়েছে ঘাগরা-চোলি। সিল্কের কাপড়ের লালপেড়ে হলুদ শাড়িও পাওয়া যাচ্ছে সেজে ওঠার জন্য। অনলাইনে মিলছে এমন পোশাকের সম্ভার।
হাতে আঁকা শাড়ি
দোকানে, অনলাইন সংস্থায় এমন হাতে আঁকা, প্রিন্ডেড এবং তাঁতের শাড়িও পেয়ে যাবেন খুদের জন্য। ছবি:সংগৃহীত।
বাসন্তী রঙের উপর ফুলের কারুকাজ করা, লাল ফ্রিলের মতো পাড় দেওয়া শাড়িও পরাতে পারেন খুদেকে। স্থানীয় দোকান, গড়িয়াহাট মার্কেট, হাতিবাগান চত্বরেও এই ধরনের শাড়ি পাওয়া যাবে।