Advertisement
০১ এপ্রিল ২০২৩
Bars

Best Bars in India: ভারতের পাঁচ পানশালা যা কেড়ে নেবে নৈশপ্রেমীদের মন

নৈশালোকে অনেকেই বার ও রেস্তরাঁয় আরাম খুঁজে নিতে চান। আর তাঁদের জন্য গোটা দেশ জুড়েই গড়ে উঠেছে একাধিক আকর্ষণীয় স্থান।

দেশের সেরা পাঁচটি বার কোনগুলি

দেশের সেরা পাঁচটি বার কোনগুলি ছবি: সংগৃহীত

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২২ ২২:৫৯
Share: Save:

সারা দিনের কর্মব্যস্ততার পর অনেকেই আরাম খুঁজে নেন বার ও রেস্তরাঁর মজলিসে। ব্যস্ততা যত বাড়ছে ততই পাল্লা দিয়ে বাড়ছে এই ধরনের বার ও রেস্তোরাঁর জনপ্রিয়তা। সুরাপ্রেমীরাও অনেক সময়েই ভিড় জমান এই স্থানগুলিতে। দেখে নিন দেশের অন্যতম সেরা ও জনপ্রিয় এমন কিছু বার যা কার্যত সুরাপ্রেমীদের পীঠস্থান।

Advertisement
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

১। এয়ার, ফোর সিজনস
মুম্বইয়ের এই রেস্তরাঁ একটি বহুতল এর উপর অবস্থিত, যেখান থেকে দেখা যায় অর্ধেক মুম্বইয়ের দিগন্তরেখা। অসাধারণ দৃশ্যের সঙ্গে এখানে রয়েছেন বিখ্যাত বারটেন্ডার বরুণ সুধাকর ও তাঁর দল। নিত্যনতুন সুউচ্চ রেস্তরাঁ খুললেও মুম্বইয়ের এই বারটির জনপ্রিয়তা এখনও অটুট।

২। আর্বর ব্রিউইং কোম্পানি
বেঙ্গালুরুর এই বারটির বিশেষত্ব হল এখানকার সুরা একেবারে টাটকা। এখানকার বেলজিয়ান ব্লন্ড ও রেজিং এলিফ্যান্ট অত্যন্ত বিখ্যাত পানীয়।

৩। ককটেলস এন্ড ড্রিমস স্পিকইজি
গুরুগ্রামে অবস্থিত এই পানশালা বারটেন্ডারদের হাতে শুরু হওয়া প্রথম বারগুলির মধ্যে একটি। এখানকার ককটেল খুবই বিখ্যাত।

Advertisement

৪। দ্য ফ্লাইং এলিফ্যান্ট
এই বার ও রেস্তরাঁটি চেন্নাইয়ে অবস্থিত। সৌন্দর্যের দিক থেকে এই বার অন্য যে কোনও বারকে টেক্কা দিতে সক্ষম। শুধু সুরাই নয় এখানকার খাবারও খুবই বিখ্যাত।

৫। ওভার দ্য মুন
এয়ারের মতো এটিও একটি বহুতলে অবস্থিত। এখানকার কর্মচারীদের ব্যবহারও অত্যন্ত ভাল বলেই শোনা যায়। হায়দরাবাদ ভ্রমণ করতে চাইলে অবশ্যই ঘুরে আসতে পারেন এই স্থানটি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.