সামনেই উৎসবের মরসুম! এই সময়ে শহরের যানজট এড়াতে গাড়ি নয়, বাইকেই বেশি স্বাচ্ছন্দ বোধ করে তরুণ প্রজন্ম। তবে রাত বাড়তেই চোখে পড়ে, বেশির ভাগ বাইকআরোহীর মাথায় নেই হেলমেট। আর রাস্তা একটু ফাঁকা পেলেই বাইকের গতি বাড়িয়ে কেরামতি দেখানোরও শেষ নেই। বেপরোয়া মোটরবাইকের এই দৌরাত্ম্য এ শহরের অতি পরিচিত দৃশ্য। পুলিশের বিভিন্ন প্রচারকে উপেক্ষা করেই এক শ্রেণির বাইকআরোহী শহরের রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছেন দিনের পর দিন। শহরের পুলিশ এই দৌরাত্ম্য কমাতে একাধিক কর্মসূচি নিলেও লাভের লাভ কিছুই হয় না!
আরও পড়ুন:
সম্প্রতি দুর্গের পুলিশ নিজেদের টুইটারে একটি ভিডিয়ো শেয়ার করেছে। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, এক তরুণ আলাদা কায়দাতেই বাইক চালাচ্ছেন! সোজা হয়ে নয়, বাঁকা হয়েই বাইকে বসিয়ে দ্রুত গতিতে চালাাচ্ছেন তিনি। মাথায় হেলমেটের বালাই নেই। তবে সেই কায়দা বেশি ক্ষণ টেকেনি। নেটমাধ্যমে সেই ভিডিয়ো ভাইরাল হতেই পুলিশ আটক করে সেই যুবককে। তার পর শাস্তি হিসাবে কান ধরে ওঠবস করানো হয় যুবককে। পাশাপাশি, ৪,২০০ টাকা জরিমানাও হয়েছে তাঁর।
— Durg Police (@PoliceDurg) September 24, 2022
स्टंटबाज, मोडिफाइड साइलेंसर, रैश ड्राइविंग करने वालों के विरुद्ध लगातार दुर्ग पुलिस के द्वारा कार्यवाही की जा रही है।
कृपया यातायात के नियमों का पालन करें।
यातायात पुलिस व्हाट्सएप हेल्पलाइन नंबर 94791-92029।@SadakSuraksha#trafficpolicedurg #Durgpolice pic.twitter.com/5KBTs0ED2R