Advertisement
E-Paper

চাকার উপর বিলাসবহুল বাড়ি! তারকাদের ভ্যানিটি ভ্যান এখন আপনার নিজস্ব, খরচও সাধ্যের মধ্যে

যদি অভিনেতা-অভিনেত্রীদের ভ্যানিটি ভ্যানের মতো চাকার উপর বাড়ি নিয়ে রওনা দেওয়া যায়? এমন সুযোগ মিলছে এ দেশেই। কোথায় কী ভাবে ভ্রমণ করতে পারবেন জানুন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২৫ ২০:১৭
ভ্যানিটি ভ্যানে বিলাসবহুল যাত্রা।

ভ্যানিটি ভ্যানে বিলাসবহুল যাত্রা। ছবি: ইনস্টাগ্রাম।

গাড়ির দরজা খুললেই সোফা, আয়না, রান্নাঘর, বাথরুম। শীতাতপনিয়ন্ত্রক যন্ত্রের দৌলতে ঠান্ডা। সাদা, হলুদ, লাল, নানা রঙের আলো চারদিকে। অভিনেতা-অভিনেত্রীর ‘ভ্যানিটি ভ্যান’ চিরকালই সাধারণের কাছে আশ্চর্য এক জগৎ। চাকার উপর যেন সম্পূর্ণ এক বিলাসবহুল বাড়ি। ঠিক যে ভাবে ‘স্বদেশ’ ছবিতে শাহরুখ খানের ভ্যানের অন্দরমহল দেখে চমকে গিয়েছিল গ্রামের ছোটরা। তেমন ভ্যান কেনার স্বপ্ন দেখলেও তা অধিকাংশ ভারতীয়ের সাধ্যের বাইরে। কিন্তু তেমনই ভ্যান বা ভ্যানিটি ভ্যান এখন আপনারও হতে পারে। কিনতে হবে না। ভাড়ায় মিলবে। সৌজন্যে আমেরিকার অ্যাপ ক্যাব সংস্থা। নাম দেওয়া হল ‘মোটরহোম’।

মোটরহোমের অন্দরমহল।

মোটরহোমের অন্দরমহল। ছবি: ইনস্টাগ্রাম।

বিমানে উঠতে না চাইলে এ শহর থেকে ও শহরে যাতায়াত করতে হলেঅ্যাপ ক্যাবের 'ইন্টারসিটি' পরিষেবা বুক করেন অনেকে। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা গাড়িতে ঠায় বসে থাকা সহজ নয়। বিশেষ করে বয়স্কদের পক্ষে। তার উপরে পরিবারের সকলের জন্য বিমানের টিকিট কিনতেও কম খরচ হয় না। পরিবর্তে যদি অভিনেতা-অভিনেত্রীদের ভ্যানিটি ভ্যানের মতো চাকার উপর বাড়ি নিয়ে রওনা দেওয়া যায়? ৪-৫ জনের পরিবারের সকলেই যেমন তাতে এঁটে যাবেন, অন্য দিকে ‘রোড ট্রিপ’-এর মজাও থাকবে। উপরন্তু, বিলাসবহুল বন্দোবস্তে সময় কাটানোরও সুযোগ মিলবে। টেলিভিশন, মিনি ফ্রিজ, মাইক্রোওয়েভ অভেন সমেত আরামদায়ক যাত্রা করা যাবে। সঙ্গে থাকবেন গাড়িরচালক এবং তাঁর সহকারী। খরচ কিন্তু পুরো পরিবারের বিমানের খরচের থেকে বেশি নয়। হরেদরে একই, ক্ষেত্রবিশেষে কমও হতে পারে।

ধরা যাক, আপনি দিল্লি থেকে জয়পুর যাবেন। যাত্রার সময়কাল হয়তো ৮ ঘণ্টা। খরচ পড়বে, ২০ হাজার টাকার আশপাশে। কিন্তু জয়পুর ঘুরতে আপনার আরও ২ দিন প্রয়োজন। সে ক্ষেত্রে ওই একই গাড়িকে আপনি নিজের কাছে রেখে দিতে পারেন। কিন্তু সর্বোচ্চ ২ দিন পর্যন্ত। রাউন্ডট্রিপ হিসেবেও বুক করতে পারেন। যাওয়ার পথে একাধিক জায়গা ঢুঁ মেরে যেতে পারেন।

আপনার প্রিয় তারকার মতো ভ্যানিটি ভ্যান আপনিও ব্যবহার করতে পারেন। হোক না ঘণ্টাখানেকের জন্য, হোক না ভাড়া, তা-ও তো স্বপ্নের জীবনটা আপনার হাতের মুঠোয়!

আগামী ৭ অগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত পরিষেবাটি পাওয়া যাবে। তবে এখন কেবল দিল্লি-এনসিআর এলাকার জন্য চালু করা হচ্ছে এটি। দিল্লি থেকে আগ্রা, জয়পুর, শিমলা, চণ্ডীগড়, লখনউ, অমৃতসর-সহ বিভিন্ন জায়গায় যাওয়া যাবে।

Vanity van Lifestyle Tips Uber India
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy