Advertisement
E-Paper

ইঁদুর কামড়েছে বলে উল্টে ইঁদুরকেই কামড়ে দিলেন তরুণী! শেষমেশ প্রাণে বাঁচল কে?

ইঁদুরের কামড় খেয়ে উল্টে সেই ইঁদুরটিকেই পরিকল্পনা করে মেরে ফেললেন তরুণী। কোথায় ঘটেছে এমন ঘটনা? কী হল তরুণীর সঙ্গে শেষমেশ?

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৪ ১৫:৪৫
Chinese girl bites mouse to take revenge after it attacked her finger.

কামড়ের পাল্টা কামড়। ছবি: সংগৃহীত।

সম্প্রতি এক তরুণীর প্রতিশোধের খবর নেটদুনিয়ায় সকলের নজর কেড়েছে। ইঁদুর আঙুল কামড়ে দিয়েছে বলে ইঁদুরের উপর প্রতিশোধ নিয়েছে ১৮ বছর বয়সি তরুণী। ঘটনাটি ঘটেছে চিনে। এই ঘটনার ফলাফল দেখে ঘুম উড়েছে নেটাগরিকদের। ইঁদুরের কামড় খেয়ে উল্টে সেই ইঁদুরটিকেই পরিকল্পনা করে মেরে ফেললেন তরুণী।

পূর্ব চিনের জিয়াংসু প্রদেশে তরুণীর বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসেই ঘটেছে এই অদ্ভুত ঘটনাটি। ছাত্রাবাসের ঘরে ইঁদুর দেখতে পেয়ে তাঁকে ধরার চেষ্টায় ছিলেন তরুণী। ধরতে যাওয়ার সময় তরুণীর আঙুল কামড়ে দেয় ইঁদুরটি। রাগের মাথায় প্রথমে ইঁদুরটিকে মুঠোবন্দি করে সে। তার পর ইঁদুরটি পালানোর চেষ্টা করায় তার মাথায় কামড় বসায় তরুণী। তবে মহিলার কামড়ে নয়, তরুণীর হাতে মুঠোবন্দি থাকায় দমবদ্ধ হয়ে মৃত্যু হয়েছে ইঁদুরটির।

ইঁদুরটিকে কামড়াতে গিয়ে ঠোঁটেও আঘাত পেয়েছিলেন তরুণী। তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে তরুণীর কীর্তি শুনে অবাক হন চিকিৎসকেরাও। ইঁদুরের কামড়ের চিকিৎসা কী ভাবে করবেন ভেবে পাচ্ছিলেন না তাঁরা। তবে শেষমেশ চিকিৎসা শুরু হয়েছে তরুণীর। আপাতত তিনি সুস্থ রয়েছেন, তার শরীরে কোনও রকম বিষক্রিয়া হয়েনি। ঠোঁটের আঘাত ঠিক হতে আরও কয়েক দিন সময় লাগবে, বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

Mouse Bizarre Incident bite China
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy