রাত বাড়তেই অল্প অল্প কাশি হচ্ছে? কিংবা দেদার খাওয়াদাওয়ার পর অম্বল হয়ে গিয়েছে? হাতের কাছে দরকারি কিছু ওষুধ রাখতেই হবে। এমনিতেই পুজোর দিন মানেই বেশ খানিকটা অনিয়ম। তারপর অনেক সময়ই পুজোর সময়ে বাড়ির কাছের ওষুধের দোকানও বন্ধ থাকে। চটজলদি শরীর খারাপ করলে, তখন বিপত্তি! তাই হাতের কাছে রেখে দিন জরুরি কিছু ওষুধ। কী কী ওষুধ রাখবেন?
জ্বরের ওষুধ
ঘুম থেকে উঠেই দেখলেন হাল্কা গা ম্যাজম্যাজ করছে। কপালে হাত দিয়ে মনে হল, অল্প জ্বরও আছে। এই সময় অনেকেই ভাইরাল ফিভারে ভোগেন। তাই জ্বর বাড়তে না দিয়ে প্যারাসিটামল খেয়ে নিন। তবে বেশি দিন জ্বর স্থায়ী হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে কোভিড পরীক্ষা করতে ভুলবেন না।