Advertisement
১৬ এপ্রিল ২০২৪
obesity

মেদ জমছে কিন্তু জিমে যাওয়ার সময় নেই? ফ্যাট তাড়ান এ সব উপায়ে

শরীরের খেয়াল রাখা মানেই দিনে এক বার জিমে ছোটা? মোটেই না। সারা দিনে একটু সময় বার করতে পারলেই মেদের ভার হালকা করতে পারেন আপনিও।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০১৯ ১১:৩৪
Share: Save:
০১ ০৯
সুগার-প্রেশার যতই চোখ রাঙাক, সারা দিনের ইঁদুরদৌড়ের পর নিজের শরীরের দিকে নজর দেওয়ার আর সময় থাকে কোথায়! খুব বেশি হলে নিয়ম করে কিছু ওষুধ খাওয়া। কিন্তু তাতে অসুখ নিয়ন্ত্রণে থাকলেও শরীর আর ঝরঝরে হয় কি! তার উপর রয়েছে পেট-সহ শরীরের নানা জায়গায় জমে যাওয়া মেদ। এরা চেহারাকে যেমন ভারী করে, তেমনই ডেকে আনে নানা অসুখ।

সুগার-প্রেশার যতই চোখ রাঙাক, সারা দিনের ইঁদুরদৌড়ের পর নিজের শরীরের দিকে নজর দেওয়ার আর সময় থাকে কোথায়! খুব বেশি হলে নিয়ম করে কিছু ওষুধ খাওয়া। কিন্তু তাতে অসুখ নিয়ন্ত্রণে থাকলেও শরীর আর ঝরঝরে হয় কি! তার উপর রয়েছে পেট-সহ শরীরের নানা জায়গায় জমে যাওয়া মেদ। এরা চেহারাকে যেমন ভারী করে, তেমনই ডেকে আনে নানা অসুখ।

০২ ০৯
কী ভাবছেন? শরীরের খেয়াল রাখা মানেই দিনে এক বার জিমে ছোটা? মোটেই না। সারা দিনে একটু সময় বার করতে পারলেই মেদের ভার হালকা করতে পারেন আপনিও। দরকারি ডায়েটের সঙ্গে কেবল ঠিকঠাক কিছু শরীরচর্চা, যা কিনা জিমে না গিয়েও সহজেই সারতে পারেন এবং খুব একটা সময়সাপেক্ষও নয়।

কী ভাবছেন? শরীরের খেয়াল রাখা মানেই দিনে এক বার জিমে ছোটা? মোটেই না। সারা দিনে একটু সময় বার করতে পারলেই মেদের ভার হালকা করতে পারেন আপনিও। দরকারি ডায়েটের সঙ্গে কেবল ঠিকঠাক কিছু শরীরচর্চা, যা কিনা জিমে না গিয়েও সহজেই সারতে পারেন এবং খুব একটা সময়সাপেক্ষও নয়।

০৩ ০৯
সকালে উঠে হাঁটাহাঁটি করেন খানিকটা? এ বার রুটিনটা একটু বদলান। চেষ্টা করুন সপ্তাহে অন্তত তিন দিন ধীর গতিতে (স্পিড জগিং) দৌড়তে। ৯০ কিলোগ্রাম পর্যন্ত ওজন যাঁদের, তাঁদের ক্ষেত্রে ৫০ মিনিটের এমন দৌড় কমাতে পারে ৮০০ ক্যালোরি। সারা দিনের কাজের ফাঁকে যে কোনও সময় এই ৫০ মিনিট বার করুন ছিপছিপে থাকতে।

সকালে উঠে হাঁটাহাঁটি করেন খানিকটা? এ বার রুটিনটা একটু বদলান। চেষ্টা করুন সপ্তাহে অন্তত তিন দিন ধীর গতিতে (স্পিড জগিং) দৌড়তে। ৯০ কিলোগ্রাম পর্যন্ত ওজন যাঁদের, তাঁদের ক্ষেত্রে ৫০ মিনিটের এমন দৌড় কমাতে পারে ৮০০ ক্যালোরি। সারা দিনের কাজের ফাঁকে যে কোনও সময় এই ৫০ মিনিট বার করুন ছিপছিপে থাকতে।

০৪ ০৯
নির্দিষ্ট সময়ে বাড়ির বাইরে গিয়ে হাঁটাহাঁটির সময় থাকে না অনেকেরই। দৌড়নোর মতো রাস্তা বা পার্কও যে নাগালের মধ্যে থাকবে এমনও নয়। তাঁরা আজই কিনে পেলুন লাফদড়ি। বাড়ির ফাঁকা কোনও জায়গায় বা ছাদে এই ব্যায়াম শুরু করুন। টানা মিনিট ১৫ লাফদড়ি অভ্যাস করলে প্রায় ৯৫০ ক্যালোরি ঝরে। একটানা ১৫ মিনিট না পারলে প্রথম দিকে ছোট ছোট বিরতি নিন।

নির্দিষ্ট সময়ে বাড়ির বাইরে গিয়ে হাঁটাহাঁটির সময় থাকে না অনেকেরই। দৌড়নোর মতো রাস্তা বা পার্কও যে নাগালের মধ্যে থাকবে এমনও নয়। তাঁরা আজই কিনে পেলুন লাফদড়ি। বাড়ির ফাঁকা কোনও জায়গায় বা ছাদে এই ব্যায়াম শুরু করুন। টানা মিনিট ১৫ লাফদড়ি অভ্যাস করলে প্রায় ৯৫০ ক্যালোরি ঝরে। একটানা ১৫ মিনিট না পারলে প্রথম দিকে ছোট ছোট বিরতি নিন।

০৫ ০৯
লাফদড়িতেও অনীহা? আরও সহজ অথচ কার্যকর কোনও উপায় খুঁজছেন, যাতে মনেরও আরাম হবে? তা হলে মিউজিক সিস্টেম বা মোবাইল চালু করুন। পছন্দের কোনও গানের সঙ্গে গা ঘামিয়ে নাচানাচি করুন। আধ ঘণ্টা নাচে কমে প্রায় ৯০০ ক্যালোরি। যাঁরা প্রথাগত নৃত্যচর্চা করেন, তাঁরাও নাচের অভ্যাস রাখুন। এতে নৃত্যকলায় দক্ষ হওয়ার সঙ্গে শরীরও থাকবে মেদহীন।

লাফদড়িতেও অনীহা? আরও সহজ অথচ কার্যকর কোনও উপায় খুঁজছেন, যাতে মনেরও আরাম হবে? তা হলে মিউজিক সিস্টেম বা মোবাইল চালু করুন। পছন্দের কোনও গানের সঙ্গে গা ঘামিয়ে নাচানাচি করুন। আধ ঘণ্টা নাচে কমে প্রায় ৯০০ ক্যালোরি। যাঁরা প্রথাগত নৃত্যচর্চা করেন, তাঁরাও নাচের অভ্যাস রাখুন। এতে নৃত্যকলায় দক্ষ হওয়ার সঙ্গে শরীরও থাকবে মেদহীন।

০৬ ০৯
নাচের মতোই আর একটি মজাদার অথচ উপকারী ব্যায়াম সাঁতার। এই গরমে ঘণ্টার পর ঘণ্টা সুইমিং পুলে গা ভাসাতে ভালবাসেন অনেকেই। এ বার আরামবিলাসের মাধে ৫০ মিনিট বার করে নিন। গা না ভাসিয়ে প্রথা মেনে সাঁতার কাটুন এইটুকু সময়। ৫০ মিনিটের সাঁতার ঝরিয়ে দেবে ৮৫০ ক্যালোরি।

নাচের মতোই আর একটি মজাদার অথচ উপকারী ব্যায়াম সাঁতার। এই গরমে ঘণ্টার পর ঘণ্টা সুইমিং পুলে গা ভাসাতে ভালবাসেন অনেকেই। এ বার আরামবিলাসের মাধে ৫০ মিনিট বার করে নিন। গা না ভাসিয়ে প্রথা মেনে সাঁতার কাটুন এইটুকু সময়। ৫০ মিনিটের সাঁতার ঝরিয়ে দেবে ৮৫০ ক্যালোরি।

০৭ ০৯
সাঁতার বা নাচেরও সময় নেই সারা দিনে। উদয়াস্ত পরিশ্রমেই দিন কাবার। এমন মানুষের সংখ্যা কম নয়। তাঁরা বরং বেছে নিন আরও সহজতর উপায়কে। অফিসে হোক বা বাড়িতে, সিঁড়ি ভাঙুন যতটা পারেন। দ্রুত গতিতে কয়েক ধাপ সিঁড়ি ভেঙে উপরে উঠুন, আবার নামুন। এমন অভ্যাস একটানা আধ ঘণ্টা করতে পারলে প্রায় ৫০০ ক্যালোরি ধরাতে পারবেন সহজেই।

সাঁতার বা নাচেরও সময় নেই সারা দিনে। উদয়াস্ত পরিশ্রমেই দিন কাবার। এমন মানুষের সংখ্যা কম নয়। তাঁরা বরং বেছে নিন আরও সহজতর উপায়কে। অফিসে হোক বা বাড়িতে, সিঁড়ি ভাঙুন যতটা পারেন। দ্রুত গতিতে কয়েক ধাপ সিঁড়ি ভেঙে উপরে উঠুন, আবার নামুন। এমন অভ্যাস একটানা আধ ঘণ্টা করতে পারলে প্রায় ৫০০ ক্যালোরি ধরাতে পারবেন সহজেই।

০৮ ০৯
গা ঘামে এমন কিছু খেলা বেছে নিন। বিকেলে বা সন্ধের অবসরে ব্যাডমিন্টন, টেনিস খেলুন। সুযোগ পেলে ফুটবলে মন দিন। দীর্ঘ অনভ্যাসে দক্ষতা আসতে ও দম পেতে সময় লাগবে ঠিকই। কিন্তু মনে রাখবেন, বড় খোলোয়াড় হতে নয়, মেদ ঝরাতেই এ সব খেলা বেছেছেন। তাই পারফর্ম্যান্সের কথা না ভেবে শরীর ঘামছে কি না সে দিকে নজর দিন।

গা ঘামে এমন কিছু খেলা বেছে নিন। বিকেলে বা সন্ধের অবসরে ব্যাডমিন্টন, টেনিস খেলুন। সুযোগ পেলে ফুটবলে মন দিন। দীর্ঘ অনভ্যাসে দক্ষতা আসতে ও দম পেতে সময় লাগবে ঠিকই। কিন্তু মনে রাখবেন, বড় খোলোয়াড় হতে নয়, মেদ ঝরাতেই এ সব খেলা বেছেছেন। তাই পারফর্ম্যান্সের কথা না ভেবে শরীর ঘামছে কি না সে দিকে নজর দিন।

০৯ ০৯
যোগাসনের অভ্যাস থাকলে তাতেও আস্থা রাখতে পারেন। শরীরের মেদ কমে এমন কিছু যোগ অভ্যাস করুন। এতে মেদ তো জমবেই না, উল্টে নানা রোগভোগও দূরে থাকবে। বিশেষ করে পেটের মেদ ঝরাতে উপযুক্ত প্লাঙ্ক, সাইড প্লাঙ্ক অভ্যাস করুন।

যোগাসনের অভ্যাস থাকলে তাতেও আস্থা রাখতে পারেন। শরীরের মেদ কমে এমন কিছু যোগ অভ্যাস করুন। এতে মেদ তো জমবেই না, উল্টে নানা রোগভোগও দূরে থাকবে। বিশেষ করে পেটের মেদ ঝরাতে উপযুক্ত প্লাঙ্ক, সাইড প্লাঙ্ক অভ্যাস করুন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE