গর্ভাবস্থায় পেটের আনাচকানাচেও যদি সামান্য ব্যথা হয়, চিন্তায় পড়ে যান অনেকেই। ভয় থেকে শুয়ে–বসে থাকতে শুরু করেন অধিকাংশ জন। তবে চিকিৎসকদের মতে, অনেক সময়ই এর কোনও প্রয়োজন নেই৷ বরং বেশি শুয়ে–বসে থাকলে সমস্যা বাড়তে পারে। হরমোনের ওঠা–পড়া ও শারীরিক পরিবর্তনের ফলেই এ সব ব্যথা-বেদনা দেখা দেয়৷ গর্ভাবস্থায় এমন ধরনের ব্যথা একটু ভোগালেও প্রসবের পর এই সব বেদনা অনেকটাই প্রশমিত হয়।
স্ত্রীরোগ বিশেষজ্ঞ মার্থা হাজরার মতে, ‘‘গর্ভাবস্থার শেষের দিকে এ সব ব্যথা বাড়ে। অথচ এই সময় আমরা হবু মা-কে হালকা শারীরিক শ্রম, হাঁটাচলা করতেই বলে থাকি। তাতে শিশুর স্বাস্থ্য ভাল হয়, মায়েরও প্রসবের সময় সমস্যা ও জটিলতা কম আসে। অথচ এই সময় অনেকেরই ব্যথা নিয়ে অযথা ভয় পেয়ে একবারে বেড রেস্টে চলে যান। প্রয়োজনীয় ব্যায়ামগুলোও করেন না। এতেই ক্ষতি হয় বেশি। তবে একটানা ব্যথা হলে বা খুব বাড়বাড়ি করমের ব্যথা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।’’
এর মধ্যে আবার বেশ কয়েকটি ব্যথা সম্বন্ধে আমাদের কোনও ধারণা নেই। সাধারণত ব্যথাগুলি এমনিতে নিরীহ। কিন্তু কখনও কখনও বাড়াবাড়িও হতে পারে। কাজেই কখন ডাক্তারের কাছে যাবেন আর কখন দরকার নেই তা বুঝে নেওয়া দরকার। কী করলে তাদের বশে রাখা যাবে, জানতে হবে তা-ও৷