পোষ্য নানা ভাবে তার মনের ভাব প্রকাশ করতে পারে। তার মধ্যে অন্যতম হল তার ঘুমোনোর ভঙ্গি। বাড়িতে সারমেয় কী ভাবে ঘুমিয়ে থাকে তা থেকে তার আরাম, উদ্বেগ এবং ব্যক্তিত্ব সম্পর্কে নানা তথ্য জানা সম্ভব। পোষ্যের ঘুমোনোর বিভিন্ন ভঙ্গির অন্তর্নিহিত অর্থ জানা থাকলে বাড়িতে সে কতটা নিরাপদ অনুভব করে, তা জানা সম্ভব।
আরও পড়ুন:
১) পোষ্য এক পাশে কাত হয়ে ঘুমোতে পারে। এর অর্থ সে নিজেকে নিরাপদ মনে করছে। তার আরামে কোনও সমস্যা নেই। ঘুমোনোর সময়ে সারমেয় যদি পা নাড়ে বা ধীরে ধীরে অবস্থান পরিবর্তন করে, তার মানে সে স্বপ্ন দেখছে।
২) পোষ্য যদি চিত হয়ে ঘুমোয়, তার মানে তার স্বাস্থ্য ভাল। এই ভাবে ঘুমোনোর মাধ্যমে পোষ্য অনেক সময়ে তার দৃঢ় মনোবল ব্যক্ত করতে পারে। কারণ সারমেয়র মন ভাল না থাকলে, সে কখনও পেটের দিকটি উন্মুক্ত করে ঘুমোয় না।
৩) পোষ্য যদি বৃত্তাকারে কুঁকড়ে ঘুমোয়, তা হলে তার ঠান্ডা অনুভূত হতে পারে। কারণ কুঁকড়ে শুয়ে থাকলে সারমেয়রা শরীরে বেশি পরিমাণে উত্তাপ একত্রিত করতে পারে। আবার অনেক সময় এই একই অবস্থানে থাকার মাধ্যমে সে শারীরিক অসুস্থতার ইঙ্গিতও দিতে পারে।
৪) পোষ্য যদি সিংহের মতো ভঙ্গিতে সামনের দিকে দুই পা প্রসারিত করে ঘুমোয়, তা হলে বুঝতে হবে সে বিশ্রাম করছে। এই অবস্থানে পোষ্য চার পাশের পরিবেশ সম্পর্কে সতর্ক থাকে। সামান্য শব্দে সে প্রতিক্রিয়া জানাতে পারে।
৫) পোষ্য যদি অন্য কোনও পোষ্য বা বাড়ির কোনও সদস্যকে জড়িয়ে ঘুমোয়, তা হলে সেটি তার ভালবাসা প্রকাশের মাধ্যম। সে যে নিজেকে বাড়িতে সুরক্ষিত মনে করছে, ঘুমের এই ভঙ্গি থেকে তা স্পষ্ট হয়।