প্রযুক্তির প্রসারের সঙ্গে তাল মিলিয়ে এখন প্রায় সকলের হাতেই রয়েছে হরেক ধরনের মোবাইল ফোন। নিত্যপ্রয়োজনীয় এই জিনিসটি ছাড়া এখন দৈনন্দিন জীবন কল্পনা করাই কার্যত অসম্ভব। কিন্তু মাঝেমাঝেই খবর পাওয়া যায় যে, সর্ব ক্ষণের সঙ্গী এই মোবাইল ফোনেই বিস্ফোরণ ঘটে আহত হন অনেকে। কেউ কেউ খুইয়ে বসেন প্রাণও। কিন্তু কেন এমন হয়?