ভোজনরসিক বাঙালির মাছ ছাড়া ঠিক চলে না। বাড়িতে কোনও অনুষ্ঠান থাকুক কিংবা রোজকার খাওয়াদাওয়া, মাছ পাতে না পড়লে ভোজটা ঠিক জমে না!
রোজের পাতে রুই-কাতলা থাকলেও, বিশেষ দিনে পাতে পড়ে ভেটকি, পমফ্রেট, ইলিশ কিংবা চিংড়ি চাই-ই-চাই। আগে বাবাই বাজারে যেতেন। তবে এখন দায়িত্ব পড়েছে আপনার উপর! কিন্তু বাজারে গিয়ে বাসি মাছ কিনে আনছেন না তো? কী করে বুঝবেন মাছটি তাজা কি না? আপনার জন্য রইল তাজা মাছ চেনার কিছু সহজ উপায়।
১) মাছের গায়ে কি চড়া আঁশটে গন্ধ রয়েছে? তা হলে কিন্তু ধরে নিতে হবে মাছটি বাসি। টাটকা দেখানোর জন্য রাসায়নিক ব্যবহার করা হয়েছে। মাছ টাটকা হলে তাতে হালকা জলের গন্ধ থাকবে কিন্তু সেই গন্ধ কখনওই খুব চড়া হবে না।