Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Home Decor

Monsoon Decor: বৃষ্টি নামলেই আর মন বসে না কাজে? ঘরের সাজে বদল আনা যাক না

ফুল আর গাছের সাজে নতুন প্রাণ পেতে পারে কাজের জায়গা এবং ঘর। তাতে মন ভাল লাগবে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৮ জুলাই ২০২১ ২১:০০
Share: Save:

বৃষ্টিভেজা সকাল-দুপুর দেখতে মন্দ লাগে না। কিন্তু দিনভর আকাশ মুখ ভার করে থাকলে ঘরে মনও টেকে না। তার উপরে আবার ঘরে বসেই কাজ চলছে দিনের পরদিন। একটু রোদ না উঠলে কি আর কাজে মন বসে!

কিন্তু মন তো বসাতেই হবে। তার ব্যবস্থাও করতে হবে নিজেকে। তা হলে কী করা যায়? সহজ উপায় হল ঘরের রূপ বদলানো। তাতে কিছুটা হলেও মন টিকবে অন্দরমহলে। ঘরের সাজে মন ভাল হলে কাজেও গতি আসবে।

কী কী করে দেখা যায় এই বর্ষায়?

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

১) ফুল আর গাছের সাজে নতুন প্রাণ পেতে পারে কাজের জায়গা এবং ঘর। তাতে মন ভাল লাগবে। আর ঘরে থাকতে ইচ্ছাও করবে

২) এই সময়ে রোদ যত কম থাকে, মনেও যেন মেঘ জমে। কিছুই ভাল লাগে না। তবে নিজের মনের মতো করে আলো তো সাজানো যায়। নানা রঙের আলোয় ভরিয়ে ফেলুন ঘর। তাতে হাল্কা থাকবে মন

৩) উজ্জ্বল রঙের অন্দরসাজ মন ভাল করে। পর্দা থেকে বিছানার চাদর, সবেতেই ব্যবহার করুন লাল, কমলা, হলুদ, সবুজের মতো রং। ঘরের ভিতর যত উজ্জ্বল হবে, ততই মন বসবে ঘরে বসে কাজে।

সাজ তো হলই। সঙ্গে মন দিন গন্ধে। ভাল কোনও রুম ফ্রেশনার ব্যবহর করুন। সুন্দর গন্ধের প্রভাব মনের উপরে জাদু করতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Monsoon Tips Home Decor
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE